শুক্রবার সাবারবান মুম্বইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। অভিনেতার ছেলে অঙ্কুশ জানিয়েছেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরেই ম্যাসথেনিয়া গ্রাভিস নামের একটি রোগে ভুগছিলেন। এটি এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন মারাত্মক রোগ। শরীরে স্নায়ু ও মাংসপেশীর মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: ১৫০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২০ কোটি উদ্ধার, আমির খান-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!
advertisement
এ বছরের শুরুতেই এই রোগে আক্রান্ত হওয়ায় অরুণ বালিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় মোটামুটি সাড়াও দিচ্ছিলেন অভিনেতা। তবে দুর্ভাগ্যবশত শুক্রবার ভোর সাড়ে চারটেয় তিনি প্রয়াত হন। পরিবারের তরফে জানানো হয়েছে, 'গত দু-তিন মানসিক ভাবে সমস্যা দেখা দিচ্ছিল। রাতে কেয়ারটেকারকে বলে বাথরুমে গিয়েছিলেন। সেখান থেকে এসে বসেছিলেন, আর ওঠেননি।'
আরও পড়ুন: ২৫ দফা গাইডলাইন মেনে আজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল
শাহরুখ খানের কাকার চরিত্রে প্রথম লেখ ট্যান্ডনের টিভি শো 'দুসরা কেভাল'-এ অভিনয়ে পা দিয়েছিলেন অরুণ বালি। এর পর চাণক্য, স্বভিমান, দেশ মে নিকলা হোগা চাঁন্দ, কুমকুম-এ কাজ করেছেন তিনি। সৌগন্ধ, রাজু বন গয়া জেন্টলম্যান, খলনায়ক, সত্য, হে রাম, লগে রহো মুন্না ভাই, বরফি, মনমর্জিয়া, কেদারনাথ, সম্রাট পৃথ্বিরাজ, লাল সিং চাড্ডা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অরুণ বালির শেষ ছবি অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুডবাই'। আজই মুক্তি পেয়েছে সেই ছবি। বাড়িতে এক ছেলে ও তিন কন্যা রয়েছে অভিনেতার।