সুই-ধাগা ছবির টিম চেয়েছিলেন লোগো হবে একেবারে অন্যরকম ৷ তাই তো শুরু হয়েছিল কারিগরির খোঁজ ৷ ক্যামেরা ছুটল কাশ্মীর থেকে তামিলনাড়ু, অসম থেকে ওড়িশা ৷ পঞ্জাব থেকে রাজস্থান ৷ প্রত্যেক ঘরানার কারিগরি দিয়েই প্রায় একডজন লোগো এসে পড়ল সুই-ধাগা টিমের কাছে ৷ কোনওটায় কাশ্মীরী কাজ, তো কোনওটায় ওড়িশার কারুশিল্প ৷ কোনওটায় রাজস্থানের রঙিন সুতো, তো কোনওটায় তামিলনাড়ুর নক্সা ! সব সুই-ধাগাতেই ভারতের শৈল্পিক চেতনার ছোঁয়া ৷
advertisement
এরকম প্রোমোশন হয়তো আগে দেখেনি বলিউড ৷ যা কিনা লোগো লঞ্চের শুরু থেকেই ছড়িয়ে গেল গোটা দেশের অন্তরে ৷ আর এই কারণেই হয়তো ‘সুই-ধাগা’ ছবির ক্যাচলাইন ‘মেড ইন ইন্ডিয়া’ ৷
ছবিটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা ৷ ছবির পরিচালক শরৎ কাটারিয়া ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2018 5:20 PM IST