TRENDING:

Video: চাই ‘লোগো’, দেশের নানা প্রান্তে সূচ-সুতো পাঠালেন অনুষ্কা-বরুণ

Last Updated:

সুই-ধাগা ছবির টিম চেয়েছিলেন লোগো হবে একেবারে অন্যরকম ৷ তাই তো শুরু হয়েছিল কারিগরির খোঁজ ৷ ক্যামেরা ছুটল কাশ্মীর থেকে তামিলনাড়ু, অসম থেকে ওড়িশা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একেই বলে হয়তো একই সুতোয় বেঁধে দেওয়া গোটা দেশকে ৷ যেখানে উঠে আসে কাশ্মীর থেকে কন্যাকুমারী, তামিলনাড়ু থেকে অসম, রাজস্থান ৷ আর এর মূলে রয়েছেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মাসহ ‘সুই ধাগা’ ছবির গোটা টিম ! উদ্দেশ্য, চাই সিনেমার লোগো ! এই লোগো পেতেই ছবির নাম, সুচ-সুতো পৌঁছে গেল দেশের বিভিন্ন কোণায় !
advertisement

সুই-ধাগা ছবির টিম চেয়েছিলেন লোগো হবে একেবারে অন্যরকম ৷ তাই তো শুরু হয়েছিল কারিগরির খোঁজ ৷ ক্যামেরা ছুটল কাশ্মীর থেকে তামিলনাড়ু, অসম থেকে ওড়িশা ৷ পঞ্জাব থেকে রাজস্থান ৷ প্রত্যেক ঘরানার কারিগরি দিয়েই প্রায় একডজন লোগো এসে পড়ল সুই-ধাগা টিমের কাছে ৷ কোনওটায় কাশ্মীরী কাজ, তো কোনওটায় ওড়িশার কারুশিল্প ৷ কোনওটায় রাজস্থানের রঙিন সুতো, তো কোনওটায় তামিলনাড়ুর নক্সা ! সব সুই-ধাগাতেই ভারতের শৈল্পিক চেতনার ছোঁয়া ৷

advertisement

এরকম প্রোমোশন হয়তো আগে দেখেনি বলিউড ৷ যা কিনা লোগো লঞ্চের শুরু থেকেই ছড়িয়ে গেল গোটা দেশের অন্তরে ৷ আর এই কারণেই হয়তো ‘সুই-ধাগা’ ছবির ক্যাচলাইন ‘মেড ইন ইন্ডিয়া’ ৷

ছবিটি মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও অনুষ্কা শর্মা ৷ ছবির পরিচালক শরৎ কাটারিয়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Video: চাই ‘লোগো’, দেশের নানা প্রান্তে সূচ-সুতো পাঠালেন অনুষ্কা-বরুণ