মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি দেখা করলেন শাহরুখের সঙ্গে। দু’জনের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অভিনেতার স্ত্রী গৌরী খানও। শাহরুখের পরনে ছিল কালো টি শার্ট, ট্রাউজার। মাথায় টুপি। মুম্বই থেকে দেশ-বিদেশের সিনেমা, এরিকের সঙ্গে নানা বিষয়ে কথা হয় শাহরুখের। ‘বাদশা’-র সঙ্গে সাক্ষাতে খুশি মার্কিন রাষ্ট্রদূতও।
এরিকের কথায়, “সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তাঁর বাসভবন মন্নত-এ কথা হল। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম। বিশ্বের সংস্কৃতির ক্ষেত্রে হলিউড এবং বলিউডের কতটা প্রভাব, সে বিষয়েও আলোচনা হল।” ভারতে এসে আপাতত সময় কাটাচ্ছেন এরিক। বরা পাও থেকে সোলকাড়ি, সব রকম খাবারের স্বাদ নিচ্ছেন তিনি।
advertisement
ইন্ডিয়ান আইডলে জয়, তুমুল জনপ্রিয়তা! তবু কেন হারিয়ে গেলেন অভিজিৎ, কী এমন হয়েছিল
আরও পড়ুন-দমবন্ধ করা ভিড়! হাজারো লোকের মধ্যে সন্তানকে ঠেলে দেওয়ার চেষ্টা, বাধ্য হয়ে যা করলেন অরিজিৎ!
দিন কয়েক আগেই কাশ্মীর থেকে ‘ডানকি’-র শ্যুট সেরে মুম্বই ফিরেছেন শাহরুখ। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত তিনি। শোনা গিয়েছে, ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। অভিনেতার এক ঘনিষ্ঠ মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে শাহরুখ। যা সারা পৃথিবীর দর্শকই উপভোগ করতে পারবেন। আগামী কয়েক বছর তিনি যে ধরনের ছবি করতে চান, ‘ডন ৩’ সেই ধারার ছবি নয়। সেই কারণেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন ‘বাদশা’।