TRENDING:

পন্থ অস্ট্রেলিয়ায়, পিছুপিছু গেলেন উর্বশীও! এবার মাথা ভর্তি সিঁদুর, কাণ্ডটা কী?

Last Updated:

উর্বশী এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন, যেখান থেকে তিনি ক্রমাগত তাঁর ছবি শেয়ার করছেন। যদিও ছবিতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে ছবি শেয়ার করার কারণে তিনি ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন।c

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা তার ইনস্টাগ্রামে নিজের আরেকটি নতুন ছবি শেয়ার করেছেন। এই ছবিতে, উর্বশীকে একটি লাল শাড়িতে, নববধূ রূপে দেখা যাচ্ছে৷ সিঁথিতে সিঁদুর, মাথায় টিপ, গলায় মঙ্গলসূত্র এবং হাতে সোনার চুড়ি পরে উর্বশী। তাহলে ঘটল কী? বিয়ে করলেন উর্বশী৷ এখন তিনি অস্ট্রেলিয়ায়৷ আর তাঁর সঙ্গে যার নাম জড়িয়েছে, সেই ক্রিকেটর ঋষভ পন্থও এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়! তাহলে? মারাত্মক ট্রোলের মুখে উর্বশী!
advertisement

ছবি পোস্ট করে উর্বশী রাউতেলা লিখেছেন, "প্রেমে পড়া বান্ধবীর কাছে,

সিঁদুরের চেয়ে প্রিয় আর কিছু নেই!!

আচার-অনুষ্ঠানের সঙ্গে সব আচার-অনুষ্ঠান করতে হবে।

তোমাকে সারাজীবনের জন্য পান করেছি!"

এমন লেখা দেখে উৎসাহী ভক্তরা উর্বশী এবং ঋষভের সঙ্গে জুড়ে এই ছবিকে ব্যাপক ট্রোল করতে শুরু করেছেন৷ উর্বশী এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন, যেখান থেকে তিনি ক্রমাগত তাঁর ছবি শেয়ার করছেন। যদিও ছবিতে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছে, অস্ট্রেলিয়া থেকে ছবি শেয়ার করার কারণে তিনি ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন। এখন নিশ্চয়ই ভাবছেন এ নিয়ে ট্রোলড হওয়ার কারণ কী।

advertisement

আসলে, উর্বশী অস্ট্রেলিয়া থেকে ছবি শেয়ার করার কারণে নয় বরং তাঁর প্রাক্তন প্রেমিক ক্রিকেটার ঋষভ পন্তের কারণে ট্রোলড হচ্ছেন। ১৬ই অক্টোবর থেকে শুরু হওয়া T20 বিশ্বকাপ ২০২২-এর জন্য ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে এসেছেন ঋষভ পন্ত। দু’জনের সম্পর্কের জল্পনা আরও একবার জোরদার হয়েছে।

advertisement

উর্বশীর পোস্টে একজন লিখেছেন, 'মনে হচ্ছে ঋষভের প্রেমে পাগল হয়ে গেছেন'। আরেকজন লিখেছেন- 'তুমি কি ঋষভ ভাইকে বিয়ে করতে পারো,'। আরও একজন লিখেছেন- 'বিশ্বকাপ মাথায় আছে দিদি, এই স্টাইল পরে দেখান আরপি ছোটু ভাইয়া'। আরও একটি কমেন্ট- 'মানসিক স্বাস্থ্য ঠিক আছে, তাই না'। কেউ কেউ লিখেছেন, 'ওদের আলাদা বিশ্বকাপ চলছে'!

আরও পড়ুন Amitabh Bachchan Birthday: বিজয় নামের পিছনে ছিল দারুণ ছক! জন্মদিনে ফাঁস বিগ বি-র Big রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, উর্বশী এবং ঋষভ পন্ত ২০১৮ সালে একে অপরকে ডেট করা শুরু করেছিলেন, কিন্তু শীঘ্রই তাদের সম্পর্ক ভেঙে যায়। ২০১৯ সালে, ঋষভ পন্থ তাঁর বান্ধবী ইশা নেগির সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন এবং তাঁর সম্পর্কের কথা বলেছিলেন। এর পর উর্বশী ও পান্থের সম্পর্ক তিক্ত হয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উর্বশী ও পন্তের মধ্যে সোশ্যাল মিডিয়া লড়াই সকলের জানা। এখন অস্ট্রেলিয়ায় পৌঁছে সোশ্যাল মিডিয়ায় ভিন্ন গুঞ্জন তৈরি করছেন উর্বশী। নেটিজেনরা বলছেন যে উর্বশী তাঁর প্রাক্তন প্রেমিককে অনুসরণ করে ইচ্ছাকৃতভাবে সেখানে পৌঁছেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পন্থ অস্ট্রেলিয়ায়, পিছুপিছু গেলেন উর্বশীও! এবার মাথা ভর্তি সিঁদুর, কাণ্ডটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল