TRENDING:

Urfi Javed: পোশাক প্রায় নেই ! এই অবস্থাতেই উল্টে পড়লেন উরফি জাভেদ ! ভাইরাল ভিডিও

Last Updated:

Urfi Javed: উরফির কাণ্ড দেখে হেসে খুন নেটিজেনরা ! সবার সামনে লজ্জায় পড়তেহল নায়িকাকে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উরফি জাভেদ (Urfi Javed)। বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ছোট পর্দা থেকেই অভিনয়ের শুরু নায়িকার। তবে তাঁর সব জনপ্রিয়তার শুরু বিগবসের ঘর থেকেই। বিগবসে অংশ নেওয়ার পর থেকেই বদলে যায় উরফির জীবনের গোটা চিত্রটাই। নিজেকে আমুল বদলে নিয়েছেন তিনি। পোশাকে থেকে বদলেছে তাঁর জীবনের ছন্দও।
Photo Source Instagram
Photo Source Instagram
advertisement

উরফি(Urfi Javed) জানেন কী ভাবে খবরে থাকতে হয়। আর সেই জন্য প্রায় রোজ তিনি নানা কাণ্ড ঘটিয়ে বসেন। সব থেকে বেশি চর্চা হয় উরফির পোশাক নিয়ে। কখনও তাঁকে দেখা যায় গোটা প্যান্টকে ছিঁড়ে পোশাক বানিয়ে পরে ফেলতে। আবার কখনও গোটা টি শার্ট বা টপ টাকেই নানা ভাবে ছিঁড়ে পরে ফেলেন তিনি। আর তাঁর এই পোশাক রোজ রোজ হয় ভাইরাল। কখনও আবার তিনি চলে যান ওই পোশাকেই শপিংমলে। সেখানে জমে যায় ভিড়। ব্যস ঘিরে ধরেন পাপারাৎজিরা। এভাবেই ভাইরাল হয় তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি উরফির(Urfi Javed) একটি ভিডিও নিয়ে তুমুল চর্চা চলছে। ভিডিওটি শেয়ার করেছেন ভাইরালভায়ানি। শেয়ার হতেই ভিডিও ভাইরাল। তা ঠিক কী আছে ওই ভিডিওতে? দেখা গেল ব্রা এবং টাইট শটস পরে রাস্তায় বেরিয়ে পরেছেন উরফি। পায়ে ফ্ল্যাট হিল। তাঁর শরীরের প্রায় বেশিটাই খোলা। যা উরফি সব সময় করে থাকেন। কিন্তু গোল শুরু হল যেই না তিনি সিঁড়ির বদলে স্লিপার দিয়ে হেঁটে শপিং মলে ঢুকতে গেলেন। দেখা গেল পা পিছলে মুখ থুবড়ে পড়তে গিয়েছিলেন তিনি। কোনও মতে বাঁচলেন নায়িকা। এই ভিডিও সামনে আসতেই হাসির রোল নেট দুনিয়ায়। ফের নেটিজেনরা তাঁর পোশাক সমালোচনায় মেতেছেন। তবে তাতে উরফির কিছু সমস্যা নেই। কারণ তিনি বোঝেন একটাই কথা, আর তা হল জনপ্রিয়তা। যেভাবেই হোক খবরে আসাটা তাঁর কাছে দরকারি। তাই এই সব নানা কাণ্ড তিনি করতেই থাকেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: পোশাক প্রায় নেই ! এই অবস্থাতেই উল্টে পড়লেন উরফি জাভেদ ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল