কখনও বুকে একটা ফুল লাগিয়ে অনাবৃত স্তন নিয়েই বেরিয়ে পড়েন রাস্তায়। আবার কখনও গোটা শরীরে তার জড়িয়ে শপিংমলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তোলেন। আবার কখনও প্রায় নগ্ন হয়েই চলে যান বিমানবন্দরে। না কোথাও যাওয়ার জন্য নয়। ছবি তুলতেই যান তিনি। মজার কথা হল এই সব পোশাকের আইডিয়া উরফির নিজের। কখনও শরীরে চিপসের প্যাকেট আটকে নিচ্ছেন। তো কখনও একের পর এক সেফটিপিন জুড়ে পোশাক বানাচ্ছেন। স্তনবৃন্ত ছাড়া উরফির প্রায় গোটা শরীর নগ্ন থাকে। সেই উরফি এবার পোশাকের জন্য চর্চায় আসেননি। এটাই অবাক কাণ্ড। উরফি এবার আরও বড় কাণ্ড ঘটিয়েছেন।
advertisement
I am not a Urfi hater but this is too much
সম্প্রতি তিনি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটা প্যাকেট থেকে কুড়কুড়ে ঢালছেন একটি ছাকনিতে। তারপর বেসিনে গিয়ে ভাল করে ধুয়ে নিচ্ছেন সেই কুড়কুড়ে গুলোকে। এবার তিনি একটা একটা করে খাচ্ছেন। এবং বলছেন, যে চিপস হোক বা কুড়কুড়ে সব সময় নাকি ভাল করে জলে ধুয়ে নিয়ে তবেই খাওয়া উচিত।
আরও পড়ুন:
কারণ এতে নাকি চিপসে থাকা মশলা ধুয়ে বেরিয়ে যাবে। এবং খেতেও মজাদার লাগবে। শরীরের ক্ষতিও হবে না। কিন্তু উরফি বোধহয় ভুলে গেছেন চিপস জলে ধুলেই তো নেতিয়ে যাবে! তা কী করে খাবে কেউ! তবে উরফি সব পারেন। তাই চিপস ধুয়ে খেতেও তিনিই পারেন। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।