প্রতিবারই নিত্য নিত্য হট আবতারে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় উর্ফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওগুলি বারেবারে জল্পনা ছড়ায় ৷ এবারেও তার ব্যাতিক্রম কিছু নয় কেননা রাতের অন্ধকারে সামান্য আলোতে টপের বোতাম খুলে উর্ফি জাভেদ হাঁটাচলা করছেন ৷ একতা কাপুরের নাগিন ৬-এর জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে যদি উর্ফি জাভেদকে অন্য অবতারে দেখতে পাওয়া যায় তবে বেশই হবে ৷ তিনি পোশাকের জন্য সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গ বিদ্রুপের শিকার হয়ে থাকেন ৷
তাঁর প্রতিটি ছবি ও ভিডিও সব সময়েই নজর কাড়ে মানুষের ৷ হট উর্ফি জাভেদ প্রতিনিয়তই যেন এক নতুন করে মানুষের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন ৷ জাতীয় বিনোদনের জগতে উর্ফি জাভেদ এক বিখ্যাত নাম ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি সত্যি বারেবারে প্রমাণ করে যে নবীন প্রজন্মের কাছে আজ কতখানি প্রাসঙ্গিক ৷ উর্ফি জাভেদের ফের নতুন ভিডিও আগুন ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিও ৷