তুনিশার পরিবারের দাবি, সিজানের বিশ্বাসঘাতকতার কারণেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন সিজান।
দু'জনের সমীকরণ নিয়ে যখন অসংখ্য প্রশ্ন উঠছে, তখনই এ বিষয়ে নিজের বক্তব্য জানালেন অভিনেত্রী উরফি জাভেদ। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'ও (সিজান) হয়তো ভুল করেছে। হয়তো সম্পর্কে থাকাকালীন বিশ্বাসঘাতকতাও করেছে। কিন্তু তুনিশার মৃত্যুর জন্য আমরা ওকে দায়ী করতে পারি না। কেউ থাকতে না চাইলে তাকে জোর করে নিজের সঙ্গে রাখা যায় না।"
advertisement
আরও পড়ুন: 'শাহরুখকে জ্যান্ত পোড়াব, জ্বালাব হলও', 'পাঠান' নিয়ে রণং দেহী অযোধ্যার সাধু
আরও পড়ুন: 'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
এখানেই থেমে যাননি উরফি। মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা, 'কখনও কারও জন্য নিজেকে শেষ করে দিও না। অনে সময় মনে হবে সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভরসা রাখো, সব ঠিক থাকবে। যাঁরা তোমাকে ভালবাসেন, তাঁদের কথা চিন্তা করো। নিজেই নিজের জীবনের নায়ক হয়ে ওঠো।'