ক্যাটরিনার বিয়ের মাঝে উরফির(Urfi Javed Viral video) দিকে আর কে খেয়াল রাখবে! কিন্তু সব নজর নিজের দিকে টেনে আনার জন্য সব সময় তৈরি উরফি জাভেদ। বলিউডের ছোট পর্দার এই অভিনেত্রী নিজের গুণে খ্যাত হয়েছেন। না অভিনয় দিয়ে তাঁকে যতটা মানুষ চিনেছে, তার থেকে বেশি জনপ্রিয় হয়েছে উরফির ভাইরাল ভিডিও।
মাঝে মধ্যেই একেবারে(Urfi Javed Viral video) শরীর খোলা পোশাক পরে রাস্তাঘাটে বেরিয়ে পড়েন উরফি। আর তাঁকে খোলা মেলা পোশাকে দেখে ছুটে আসেন পাপারাৎজিরা। কিন্তু এখন তো সবাই রাজস্থানে। তাই রাস্তায় না বেরিয়ে বাড়িতে বসেই এক নতুন বুদ্ধি আটলেন উরফি।
যেখানে জনপ্রিয় অভিনেত্রীরা(Urfi Javed Viral video) সব্যসাচী বা মণীষ মালহোত্রার পোশাকে ব্যস্ত। সেখানে উরফি নিজেই বানিয়ে ফেলছেন নিজের পোশাক। কি করছেন জানেন? সম্প্রতি তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানে নিজের ইনস্টাতে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে উরফি একটি স্ট্রেপলেস ব্রা পরে আছেন। নিচে জকির শর্টস।
এবার একটি পুরোনো পোশাক(Urfi Javed Viral video) কাঁচি দিয়ে কেটে পরে ফেলছেন উরফি। একেবারে সস্তার এই পোশাক পরেই ভিডিও বানালেন তিনি। যা শেয়ার হতেই ভাইরাল হয়। কিন্তু উরফিকে এই পোশাক বানাতে গিয়ে তিনি বিপাকে পড়লেন। নেটিজেনরা বলছেন, তার মানে এতদিন যে বিচ্ছিরি পোশাক পরে তিনি রাস্তায় বেরোতেন, সব এভাবেই বানানো। কেউ আবার বলেছেন, প্রতিটা পোশাকই খুব খারাপ দেখতে। কেউ লিখেছেন, এই মহিলা নায়িকা কবে হলেন? আবার কেউ বলেছেন , সস্তার পাবলিসিটি করেন তিনি।
তবে এসব সমালোচনায় কান(Urfi Javed Viral video) দেওয়ার পাত্রী তিনি নন। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার কয়েক লক্ষ ছাড়িয়েছে। আর তা হয়েছে এই সব ভিডিওর দৌলতেই। উরফি জানেন, নেগেটিভ পাবলিসটিও এক ধরনের প্রচারই। কে কি বললো, তা নিয়ে কেই বা কবে ভেবেছে!