কখনও খোলা মেলা পোশাকে এয়ারপোর্টে পৌছে যাচ্ছেন(Urfi Javed's viral video)। তো আবার কখনও বান্দ্রায় হাওয়া খেতে বেড়িয়ে পড়ছেন। নয়তো চলে যাচ্ছেন শপিং মলে। আর যেখানেই উরফি যাচ্ছেন তাঁর পোশাক দেখে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। পিছন ছাড়ছেন না পাপারাৎজিরাও। তাঁরাও উরফির কোনও মুহূর্তে ক্যামেরা বন্দি করতে ছাড়ছেন না।
সম্প্রতি উরফির (Urfi Javed's viral video) আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করেছেন ভাইরাল ভিয়ানি। দেখা যাচ্ছে গলায় বেল্ট দিয়ে আটকানো একটি পাতলা চাদরের মতো পোশাক। খোলা বুক পেট। তলায় একটি পালাজো স্টাইল প্যান্ট পরেছেন তিনি। মাথায় চুল বাঁধা। এই অবস্থাতেই গাড়ি থামিয়ে রাস্তায় ঘুরছেন তিনি।
আরও পড়ুন: ক্যাট-ভিকির বিয়ের মাঝেই আলিয়ার বিয়ের পোশাক ভাইরাল ! কবে বসছেন বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর...
তাঁর পোশাকের মাঝ খান থেকে উঁকি দিচ্ছে স্তন। হাত দিয়ে ঢাকার চেষ্টা করছেন নায়িকা। তাঁকে দেখেই পাপারাৎজিরা ছবি তুলতে শুরু করেন। আর এই সময়েই ঘটে যায় এক কাণ্ড। উরফি দেখে চিনে ফেলেন ওই এলাকার কিছু মহিলা। তাঁরা উরফিকে দেখেই ছুটে আসেন।
আরও পড়ুন: জুতো পরলেই ফিরে আসবে পালিয়ে যাওয়া বউ ! হবে না অশান্তি ! অভিনব জুতোর ভিডিও ভাইরাল
মজার বিষয় হল উরফিও(Urfi Javed's viral video) তাঁদের চেনেন। এর আগে এই দলের সঙ্গে উরফির দেখা হয়েছিল বান্দ্রায়। সে কথা বলতে শোনা যায় নায়িকাকে। উরফি তাঁদেরকে ডেকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে শুরু করেন। সকলে জড়িয়ে ধরেন উরফিকে। এমনিতে আজকাল মাঝে মধ্যেই এসব করছেন উরফি। সবটাই ভাইরাল হওয়ার জন্য। এবং যেভাবেই হোক খবরে থাকার চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে তাঁর এই সব ভিডিও দেখে মোটেও খুশি নন নেটিজেনরা। কুমন্তব্যে ভরে যাচ্ছে সব পোস্ট। কিন্তু তাতে কি! দু'দিন আগেও উরফিকে কেউ চিনতেন না। কিন্তু এখন বদলে যাচ্ছে ইনস্টাগ্রামের নাম। লোকে বলছেন এ তো দেখছি 'উরফিগ্রাম'!