উরফি জাভেদ যে শিরোনামে থাকতে জানেন তা সবারই জানা। এবার উরফি এমন একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাকে হাঁটতে দেখা যায়। তিনি ত্বকের রঙের এমন একটি মানানসই পোশাক পরেছেন যা প্রথম দর্শনে দেখাই যায় না।
advertisement
এই পোশাকটি দেখার পর ফের ট্রোল্ড হয়েছেন উরফি (Urfi Javed)। অনেকেই কমেন্ট বক্সে বলছেন, এটাকে নগ্ন ফটোশুটের মতো মনে হচ্ছে। একজন সোশ্যাল মিডিয়া (Viral Video) ব্যবহারকারী লিখেছেন, আমি যদি এক পায়ে আরও কাপড় রাখতাম, তাহলে সত্যটা বুঝতে পারতাম না। এই পোশাকের সঙ্গে হিল পরেছেন উরফি। গাঢ় লিপস্টিক এবং হুপস পরেছে। এছাড়াও, তিনি একটি চুলের টাট্টু তৈরি করেছেন।
এর আগে উরফি একটি ভিডিও (Viral Video) শেয়ার করেছিলেন যাতে তাঁকে তাঁর এক বন্ধুর সঙ্গে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায়। দুজনেই নিচে নামার সাথে সাথে স্টাইল দিয়ে পোজ দেন। কিন্তু এই পোজ দেওয়ার প্রক্রিয়ায় উরফির (Urfi Javed) ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তিনি আচমকা হতচকিত হয়ে পড়েন। এই ভিডিওটিও বেশ ভাইরাল (Urfi Javed Viral Video) হয়েছে।
আরও পড়ুন: মেয়েরা কেন আগে প্রপোজ করে না? আসল কারণ শুনলে চমকে যাবেন!
গত বছর বিগ বস ওটিটিতে দেখা গিয়েছিল উরফিকে (Urfi Javed Viral Video)। এর আগেও কয়েকটি টিভি শোতে কাজ করলেও এই রিয়েলিটি শো থেকেই নিয়মিত শিরোনামে রয়েছেন এই মডেল অভিনেত্রী।