TRENDING:

এবার কী স্তন দিয়ে মোবাইল চার্জ করছেন! উরফি জাভেদের গলায় লাগানো ইউএসবি, বুকে দুটি মোবাইল

Last Updated:

Viral Video: উরফি জাভেদ তাঁর স্তন ঢেকে রেখেছেন দুটি মোবাইল ফোন দিয়ে৷  তাঁর লুক দেখে সকলে বাকরুদ্ধ ও স্তব্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উরফি জাভেদ প্রায়ই তার লুকের কারণে শিরোনামে থাকেন। উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সোশ্যাল মিডিয়ায়  তাঁর সৃজনশীল পোশাক এতটাই দর্শকদের চমকে দেয় যে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷
Urfi Javed New look
Urfi Javed New look
advertisement

তাঁকে নিয়ে ভাল কথা মন্দ কথা যা খুশি বললেও তাঁর আজব সাজের কিছুই এসে যায় না৷ তিনি নিয়মিতই ভিডিও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায়  উরফি জাভেদ একজন স্টাইল আইকন। এমনকি বলিউডের স্টাইল আইকন রণবীর সিংও উরফি জাভেদের ফ্যাশন সেন্সের ভক্ত।

আরও পড়ুন -  ব্রেন ক্যান্সারে ভুগছিলেন, ছেলেবেলা বাংলায় কাটানো অভিনেত্রীর দলজিতের লড়াই শেষ

advertisement

সম্প্রতি উরফি জাভেদ তার নতুন লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একেবারে কাঁপিয়ে দিয়েছেন। উরফি তাঁর নতুন চেহারায় অভিনবত্বের সব সীমা একেবারে পেরিয়ে গেছেন৷  সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ফ্যাশন আইকন উরফি জাভেদের সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দিয়েছেন৷

দেখে নিন ভাইরাল ভিডিও

উরফি জাভেদ তাঁর স্তন ঢেকে রেখেছেন দুটি মোবাইল ফোন দিয়ে৷  তাঁর লুক দেখে সকলে বাকরুদ্ধ ও স্তব্ধ। ইউএসবি ওয়্যার দিয়ে দুটি মোবাইল ফোন সংযুক্ত করে উরফি তাঁর স্তনের চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন। তিনি নীল রঙের কোট এবং প্যান্টের সঙ্গে স্তন ঢেকে রাখার কাণ্ডটি করে ফেলেছেন। এই ভিডিওটি শেয়ার করার সময়, উরফি ক্যাপশনে লিখেছেন "ফুল চার্জড"।

advertisement

ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই লাইক লক্ষ ছাড়িয়েছে৷  উরফির লেটেস্ট লুকে তাঁর ফ্যানরা তাঁদের ভালবাসা উজাড় করে দিয়েছেন৷

এর কিছুদিন আগেই উরফিকে দেখা গেল বেবি পিঙ্ক কালারের স্যুটে।  ট্র্যাডিশানাল স্যুটে এই মডেল এবং অভিনেত্রীকে অন্যরকম দেখাচ্ছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

উরফি জাভেদ 'বিগ বস ওটিটি' থেকে স্বীকৃতি পেয়েছেন , পাশাপাশি তাঁকে অনেক টিভি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। 'বিগ বস ওটিটি'-এর প্রথম সিজনে অংশ নিয়ে তিনি অনেক শিরোনাম করেছিলেন। এ ছাড়া 'মেরি দুর্গা', 'চন্দ্রা নন্দনী'-এর মতো ধারাবাহিকেও দেখা গেছে তাকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার কী স্তন দিয়ে মোবাইল চার্জ করছেন! উরফি জাভেদের গলায় লাগানো ইউএসবি, বুকে দুটি মোবাইল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল