তাঁকে নিয়ে ভাল কথা মন্দ কথা যা খুশি বললেও তাঁর আজব সাজের কিছুই এসে যায় না৷ তিনি নিয়মিতই ভিডিও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় উরফি জাভেদ একজন স্টাইল আইকন। এমনকি বলিউডের স্টাইল আইকন রণবীর সিংও উরফি জাভেদের ফ্যাশন সেন্সের ভক্ত।
আরও পড়ুন - ব্রেন ক্যান্সারে ভুগছিলেন, ছেলেবেলা বাংলায় কাটানো অভিনেত্রীর দলজিতের লড়াই শেষ
advertisement
সম্প্রতি উরফি জাভেদ তার নতুন লুক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একেবারে কাঁপিয়ে দিয়েছেন। উরফি তাঁর নতুন চেহারায় অভিনবত্বের সব সীমা একেবারে পেরিয়ে গেছেন৷ সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে ফ্যাশন আইকন উরফি জাভেদের সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দিয়েছেন৷
দেখে নিন ভাইরাল ভিডিও
উরফি জাভেদ তাঁর স্তন ঢেকে রেখেছেন দুটি মোবাইল ফোন দিয়ে৷ তাঁর লুক দেখে সকলে বাকরুদ্ধ ও স্তব্ধ। ইউএসবি ওয়্যার দিয়ে দুটি মোবাইল ফোন সংযুক্ত করে উরফি তাঁর স্তনের চারপাশ দিয়ে ঘিরে রেখেছেন। তিনি নীল রঙের কোট এবং প্যান্টের সঙ্গে স্তন ঢেকে রাখার কাণ্ডটি করে ফেলেছেন। এই ভিডিওটি শেয়ার করার সময়, উরফি ক্যাপশনে লিখেছেন "ফুল চার্জড"।
ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই লাইক লক্ষ ছাড়িয়েছে৷ উরফির লেটেস্ট লুকে তাঁর ফ্যানরা তাঁদের ভালবাসা উজাড় করে দিয়েছেন৷
এর কিছুদিন আগেই উরফিকে দেখা গেল বেবি পিঙ্ক কালারের স্যুটে। ট্র্যাডিশানাল স্যুটে এই মডেল এবং অভিনেত্রীকে অন্যরকম দেখাচ্ছিল৷
উরফি জাভেদ 'বিগ বস ওটিটি' থেকে স্বীকৃতি পেয়েছেন , পাশাপাশি তাঁকে অনেক টিভি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। 'বিগ বস ওটিটি'-এর প্রথম সিজনে অংশ নিয়ে তিনি অনেক শিরোনাম করেছিলেন। এ ছাড়া 'মেরি দুর্গা', 'চন্দ্রা নন্দনী'-এর মতো ধারাবাহিকেও দেখা গেছে তাকে।