উর্ফি নিজেই এমন এক তথ্য দিয়ে সকলকে চমকে দিয়েছেন৷ উর্ফি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে তাঁর ভক্তদের জানিয়েছেন এক গুরুত্বপূর্ণ তথ্য। তিনি ভক্তদের বলেছেন যে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে। উর্ফি জাভেদ প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর সাহসী ছবি শেয়ার করে আলোড়ন সৃষ্টি করেন।
আরও পড়ুনBobby Deol : মদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা
advertisement
ইনস্টাগ্রাম তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসে। উর্ফিকে আর দেখতে পাওয়া যাবে না, এই ভেবে কেউ দুঃখ পেয়েছেন আবার কেউ আনন্দও প্রকাশ করেছেন!
উর্ফি ২টি স্ক্রিনশট শেয়ার করেছেন৷ প্রথমটায় লেখা যে, “উই সাসপেনন্ডেড ইওয় অ্যাকাউন্ট, উর্ফি”৷ মানে আমরা তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছি৷ আর অন্যটিতে লেখা লেখা, “আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেত। যত তাড়াতাড়ি এটি আবার সক্রিয় করা হয়৷ এখন আপনি লগ ইন করতে পারেন”৷
উরফি জাভেদ প্রায়ই তাঁর সাহসী ছবিগুলির কারণে ট্রোলড হন। তাঁর ইনস্টাগ্রাম ভরে রয়েছে খোলা মেলা ছবি। ফলে তাঁর ছবি ইনস্টাগ্রামে ভাইরাল। কেউ কেউ এটা পছন্দ করেন আবার অনেকে সমালোচনা করেন।
অনেক সময় উর্ফির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করার দাবি জানান নেটিজেনরা৷ ইচ্ছা অল্প সময়ের জন্য পূরণ হয়েছিল তাঁদের এই দাবি তবে আবারও সেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার হয়েছে৷ ফলে উর্ফির ছবির চল বন্ধ হচ্ছে না, সেটা বলাই যায়৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F