TRENDING:

অনলাইনে ‘উড়তা পঞ্জাব’ দেখলে, হতে পারে জেল !

Last Updated:

আদালতের রায়ে মুক্ত ‘উড়তা পঞ্জাব’ ৷ সিবিএফসি ও পহেলাজ নিহালনির তোলা সমস্ত বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে নিশ্চিন্তে বক্স অফিসে এন্ট্রি নিতে চলেছে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আদালতের রায়ে মুক্ত ‘উড়তা পঞ্জাব’ ৷ সিবিএফসি ও পহেলাজ নিহালনির তোলা সমস্ত বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে নিশ্চিন্তে বক্স অফিসে এন্ট্রি নিতে চলেছে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ৷ কিন্তু শেষ হয়েও যেন শেষ হল না এই ছবি নিয়ে বিতর্ক ৷
advertisement

‘উড়তা পঞ্জাব’ নতুন বিতর্কের মুখে পড়ল বুধবার ছবিরটি ইন্টারনেটে লিক হওয়ার পর ৷ ইন্টারনেটে টরেন্ট সাইটে ‘উড়তা পঞ্জাব’ আসার পর থেকেই বিতর্ক উঠল তুঙ্গে ৷

ইন্টারনেটে ছবিটি ফাঁস হয়েছে খবর পেয়ে অনুরাগ কাশ্যপ সাইবার সেলে অভিযোগও দায়ের করে ৷ টরেন্ট থেকে ছবিটি তুলে নেওয়ার চেষ্টাও চলছে ৷

এরই মাঝে ‘উড়তা পঞ্জাব’ টিম দর্শকদের অনুরোধ করেছেন ছবিটি ইন্টারনেট থেকে ডাউনলোড না করে সিনেমা হলে গিয়েই দেখতে ৷ শাহিদ জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল অবশ্যই ৷ কিন্তু আমি দর্শকদের অনুরোধ করব, আগে ছবিটা দেখুন তারপর বিচার করুন৷’ সঙ্গে শাহিদ জানিয়েছেন, ‘একটা ছবি তৈরি করতে খুবই পরিশ্রম লাগে ৷ তাই এই ছবি দয়া করে সিনেমা হলেই দেখুন ৷ ’

advertisement

সাইবার সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এমনকী, কম্পিউটারের আইপি ট্র্যাক করার ব্যবস্থা নিচ্ছেন সাইবার সেল ৷ সঙ্গে জানানো হয়েছে, আইপি অ্যাডরেস ট্র্যাক করে যদি কেউ ধরা পড়ে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷ সাইবার সেলের আইন মোতাবেক, ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে !

সোমবার মুম্বই হাইকোর্টে চূড়ান্ত রায়ে এরকমই আশ্বাস পেলেন ‘উড়তা পঞ্জাব’ টিম ৷ ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে সিবিএফসি-র চেয়ারম্যান পহেলাজ নিহালনি-র প্রায় সমস্ত বিতর্ক ও মন্তব্যকে খারিজ করে সোমবার মুম্বই হাইকোর্ট স্পষ্টই জানিয়েদিল, ‘উড়তা পঞ্জাব ছবিতে এমন কিছু নেই যা পঞ্জাবের ভাবমূর্তি নষ্ট করে ৷ ছবির চিত্রনাট্য সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলবে না ৷ তাই সিবিএফসি যে নিষিদ্ধকরণের কথা বলছে তা একেবারেই অনুচিত ৷ পরিচালকের বিয়ষবস্তু নিয়ে সমালোচনা করা অনুচিত ৷’ এদিন ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেশন দিয়ে ছবিটি মুক্তি দেওয়ার নির্দেশ দিল মুম্বই হাইকোর্ট ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে সিবিএফসি-র তরফ থেকে পহেলাজ নিহালনি যে ৮৯ কাটের কথা বলেছিলেন, তার মধ্যে একটি মাত্রই কাটকেই সবুজ সংকেত দেখিয়েছে হাইকোর্ট ৷ ছবির একচি দৃশ্যে স্টেজের ওপর শাহিদকে প্রস্রাব করতে দেখানো হয়েছে ৷ সেই দৃশ্যকেই বাদ দিতে বলা হয়েছে হাইকোর্টের রায়ে ৷ এছাড়া, সিনেমার শুরুতে ব্যবহার হওয়া বিবৃতিকে নতুন করে লেখার কথাও জানিয়েছে মুম্বই হাইকোর্ট ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অনলাইনে ‘উড়তা পঞ্জাব’ দেখলে, হতে পারে জেল !