TRENDING:

হোয়াটসঅ্যাপেই ব্রেকআপ উদয়-নার্গিসের !

Last Updated:

উদয়কে ছেড়ে আমেরিকা উড়ে গিয়েছেন সুন্দরী নার্গিস ফকরি ৷ যাওয়ার আগে পিছনে রেখে গিয়েছেন নানা বিতর্ক ৷ একে তো ‘পুরুষলিঙ্গ’ নিয়ে মন্তব্য করে রীতিমতো বিতর্ক তুলেছেন নার্গিস, তার ওপর উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উদয়কে ছেড়ে আমেরিকা উড়ে গিয়েছেন সুন্দরী নার্গিস ফকরি ৷ যাওয়ার আগে পিছনে রেখে গিয়েছেন নানা বিতর্ক ৷ একে তো ‘পুরুষলিঙ্গ’ নিয়ে মন্তব্য করে রীতিমতো বিতর্ক তুলেছেন নার্গিস, তার ওপর উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপ !
advertisement

এবার এল নতুন খবর ৷ সামনা-সামনি নয়, ফোনেও নয় ৷ নার্গিস নাকি উদয়কে ছাড়লেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে !

কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াত ও হৃত্বিক সম্পর্ক নিয়ে সামনে এসেছিল ইমেল কেস ! এবার নার্গিস ও উদয়ের প্রেম কাব্য নাকি শেষ হতে চলল হোয়াটসঅ্যাপে ৷

তবে এই বিষয়টি নিয়ে আপাতত, কিছুই বলতে চাননি নার্গিস ও উদয় ৷ তা উদয়কে ছেড়ে আমেরিকায় কী করছেন নার্গিস ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুঞ্জনে রয়েছে, শুধু নাকি ছুটি কাটাতেই আমেরিকায় উড়ে গিয়েছেন নার্গিস ৷ আর সঙ্গে উদয়ের হাত থেকে বাঁচতে ৷ অন্যদিকে খবর রটেছে, উদয়ও নাকি খুব শীঘ্রই ছাড়ছেন মুম্বই !

বাংলা খবর/ খবর/বিনোদন/
হোয়াটসঅ্যাপেই ব্রেকআপ উদয়-নার্গিসের !