ভাসাই আদালতে সিজানের জন্য বাড়িতে রান্না করা খাবার এবং তার হাঁপানির জন্য ইনহেলার ব্যবহার করার অনুমতি চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। শুধু তাই নয়। সিজান যাতে হেফাজতে থাকাকালীন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন, সেই চেষ্টাও করছেন তাঁর আইনজীবী শৈলেন্দ্র শর্মা।
তুনিশার কাকা পবন শর্মা জানিয়েছেন, সিজান মোট চারটি আবেদন জমা দিয়েছেন। মিডিয়া ট্রায়াল বন্ধ করতে চাইছেন তিনি। একই সঙ্গে চাইছেন পুলিশি নিরাপত্তা। হেফাজতে থাকাকালীন যাতে তাঁর চুল না কাটানো হয়, সেই অনুরোধ জানিয়েও আবেদন জমা দিয়েছেন অভিনেতা।
advertisement
আরও পড়ুন: সাবধান, সাধুবেশে ঝুলি থেকে গায়ে সাপ ছুড়ে দিয়ে টাকা লুঠ কলকাতায়! বর্ষশেষে মারাত্মক কাণ্ড
আরও পড়ুন: নতুন বছরে যাত্রাশুরু বন্দে ভারত এক্সপ্রেসের, ট্রেন ১৮-এর বিশেষত্ব জানলে চমকে যাবেন!
পবনের দাবি, পুলিশকে নিজের জি-মেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে চাইছেন না সিজান। তাঁর কথায়, "সাত দিন ধরে তদন্ত চলার পরেও ও (সিজান) ওর জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে চাইছে না। বলছে, ও পাসওয়ার্ড ভুলে গিয়েছে।"
শুরু থেকেই তুনিশার মৃত্যুর জন্য সিজানকে কাঠগড়ায় তোলা হয়েছে। প্রয়াত অভিনেত্রীর পরিবারের দাবি, প্রেমিকের বিশ্বাসঘাতকতা মেনে না নিতে পেরেই এই চরম সিদ্ধান্ত নেন তুনিশা। আপাতত এ বিষয়ে সিজানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।