প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তুনিশা। কিন্তু কী কারণে এই চরম সিদ্ধান্ত? তার উত্তর খুঁজতে গিয়েই নাম উঠে এসেছে এক ব্যক্তির। তুনিশার সহ-অভিনেতা সিজান মহম্মদ খানকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ধর্মতলায় 'মেট্রো ইন দিনো' নিয়ে অনুরাগ বসু, সঙ্গে দর্শনা-শাশ্বত, অনুপম-নীনা
advertisement
আরও পড়ুন: সমদর্শীর ‘ইতি মেমোরিজ’, গানের সুরে প্রেমের আবহ শহরে
ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ দায়ের হয় সিজানের বিরুদ্ধে। জানা গিয়েছে, সিজানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তুনিশা। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কারণেই নাকি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন অল্পবয়সি এই অভিনেত্রী। রবিবার ভাসাই কোর্টে তোলা হবে সিজানকে।
ধারাবাহিক এবং বড় পর্দায়, দুই মাধ্যমেই কাজ করেছেন তুনিশা। 'ফিতুর', 'বার বার দেখো', 'কহানি ২'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান -এ কাবুল’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাঁকে।