এবার টিআরপি লিস্টে নয়া চমক৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে হলে চোখ রাখুন টি আর পির পর্দায়৷
এবারের টিআরপির তালিকায় চমকের পর চমক লুকিয়ে রয়েছে৷ লাগাতার ভাবেই গত সপ্তাহ থেকে নিম ফুলের মধুর টিআরপি একেবারেই নীচের দিকে নামছে৷ সৃজন-পর্ণার কেমিস্ট্রি যা শুরু থেকে সকলের মন জিতে নিয়েছিল তাদের সময়ও পরিবর্তন হয়েছে৷ এবং স্লট বদলের ফলও এ সপ্তাহের টিআরপি-তে দেখা গিয়েছে৷
advertisement
ফুলকিকে হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে কথা উঠে এসেছে এবারে টিআরপির একেবারে উপরে৷ যুগ্মভাবে প্রথম এবারে কথা ও ফুলকি ধারাবাহিক৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
কথা ৭.৪ (প্রথম)
ফুলকি ৭.৪ (প্রথম)
গীতা এলএলবি ৭.৩ (দ্বিতীয়)
পরিণীতা ৭.৩ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী ৭.২ (তৃতীয়)
উড়ান ৬.৯ (চতুর্থ)
কোন গোপনে মন ভেসেছে ৬.৭ (পঞ্চম)
আনন্দী ৬.৬(ষষ্ঠ)
রাঙ্গামতী তীরন্দাজী ৬.৬ (সপ্তম)
গৃহপ্রবেশ ৬.৩ (অষ্টম)
শুভবিবাহ ৬.০ (নবম)
তেঁতুলপাতা ৫.৯ (দশম)
এইবারে হাড্ডাহাড্ডি প্রতিযোগীতা লক্ষ করা গিয়েছে ধারাবাহিকদের মধ্যে৷ তাই কেবল প্রথম স্থান নয় যুগ্মভাবে দ্বিতীয়,ষষ্ঠ স্থানেও রয়েছে গীতা এলএলবি , পরিণতি এবং আনন্দী ও রাঙ্গামতি তীরন্দাজ৷