TRENDING:

Trina Saha: রেড অ্যার্লাট! নেটের পোশাকের ভিতরে স্পষ্ট 'অন্তর্বাস'! বোল্ড লুকে তুমুল ভাইরাল তৃণা

Last Updated:

Trina Saha: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তৃণা, যা দেখেই সকলেরই রাতের ঘুম উড়ে গেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে নিয়ে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ রিল লাইফের পাশাপাশি অভিনেত্রীর রিয়েল লাইফ নিয়ে সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা৷ অভিনয়ের বাইরে ভক্তদের ধরে রাখতে হামেশাই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু শেয়ার করে থাকেন তৃণা৷ এবারও তার অন্যথা হল না৷
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তৃণা, যা দেখেই সকলেরই রাতের ঘুম উড়ে গেছে৷ কানে বড় দুল, ঠোঁটে লাল রঙের গাঢ় লিপস্টিক, লাল রঙের নেটের পোশাকে স্পষ্ট অভিনেত্রীর অন্তর্বাস৷ এই ছবি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া৷ রেড হট লুকে অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷

সবুজের মাঝে গাছের ডালের উপর হাত দিয়ে ছবিতে পোজ দিয়েছেন তৃণা৷ ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন- ‘সোলো ভাইবস’৷ অভিনেত্রীর সাহসী অবতারে নায়িকাকে দেখে একাধিক কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ নেটিজেনদের একজন লিখেছেন- ‘রেড অ্যার্লাট! হট লাগছে’৷ আবার অন্যজন লিখেছেন- ‘কেউ ফায়ার ব্রিগেডে ফোন করো’৷

advertisement

আরও পড়ুন-          সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার বিরাট বদল বাংলায়

আরও পড়ুন-          বিয়ের পরই চোখে জল ‘নববধূ’ সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে৷ নীল ও তৃণাকে নিয়ে সবসময়েই কৌতুহল রয়েছে অনুরাগীদের৷ কিছুদিন আগেই নীল ও তৃণার সম্পর্ক নিয়ে জলঘোলা চলেছিল৷ শোনা গিয়েছিল, তাঁরা ভাল নেই, এমনকী তাঁরা একে অপরকে ডিভোর্সও দিতে চলেছেন এমন গুঞ্জনেও তোলপাড় হয়েছিল টলিপাড়া৷ যদিও গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে একে অপরের প্রেমে মজে আছেন তারকা জুটি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina Saha: রেড অ্যার্লাট! নেটের পোশাকের ভিতরে স্পষ্ট 'অন্তর্বাস'! বোল্ড লুকে তুমুল ভাইরাল তৃণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল