রবিবাসরীয় রাতে কলকাতায় আসেন আরিয়ান খান। তারকাখচিত এক পার্টিতে যোগ দেন তিনি। সেখানে ছিলেন তৃণাও। রাত তিনটে পর্যন্ত পার্টি করেন তাঁরা। যার ঝলক নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে রবিবাসরীয় পার্টির অভিজ্ঞতাও শেয়ার করেন।
আরও পড়ুন: স্টেজে গান গাইছিলেন কণিকা, আচমকা যুবক উঠে জাপটে ধরল কোমর! ভাইরাল ভিডিও
নায়িকা বলেন, ”আরিয়ান এই শহরে প্রায়ই আসেন। এবার এক ছোটবেলার বন্ধুর সঙ্গে এসেছিলেন। শাহরুখের তুলনায় আরিয়ানের ব্যস্ততা কম। তাই কেকেআর নিয়ে যাবতীয় দেখভাল করেন। পার্টিতে উপস্থিত সকলের দিকে ওঁর নজর ছিল। কে কী খেতে চান, নিজেই তা-ও দেখভাল করছিলেন।”
advertisement
কানে-কানে…
কী কথা হল আরিয়ান ও তৃণার?
এক সংবাদমাধ্যমে তৃণা বলেছেন, ‘আরিয়ান এতটাই বিনয়ী যে এত বড় পরিবারের সন্তান তা বোঝাও সম্ভব নয়। সকলের সঙ্গে ছবি তুলছেন। পার্টি শেষে ম্যানেজার ছবি তুলতে বারণ করছেন। তবে ওঁর কোনও আপত্তি নেই।’
আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য
তৃণার বক্তব্য, ‘প্রায় তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে বেরোতে হলো। কারণ শ্যুটিং ছিল। আরিয়ান ওঁর বন্ধুদের বলছিল, যাতে আমাকে বেরোতে দেওয়া হয়। শ্যুটিং আছে বলেই। আরিয়ান শাহরুখপুত্র। তার উপর নিজের কাজের জন্য এতটা সফল। কিন্তু এত বিনয়ী, সেটা কাছ থেকে না দেখলে বিশ্বাস হতো না।’
