জন্মদিনে নতুন গান আসছে সেটা যেমন ঠিক, অন্যদিকে অঙ্গনার জন্মদিনও আসন্ন । জন্মদিনের আগেই নতুন কাজ নিয়ে এক্সাইটেড অভিনেত্রী। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন রোহন কুমার পাল, ভিডিওর সৃজন পরিচালনা করেছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ।
জন্মদিনে নতুন গান, কি বলছেন অনুপম রায়? জানালেন, “এই গানের সুর করেছেন রাজীব-মনা ও বুদ্ধা এম, গানটি লিখেছেন অসীমা দত্ত । আমার কাছে যখন এই গান প্রথম আসে, আমি গাইতে রাজি হই গানের সুর ও কথায় এক নতুনত্ব দেখে । একটা দারুণ ফ্রেশনেস আছে , আমি নতুন সুরকারদের সঙ্গে কাজ করতে সব সময় খুব আগ্রহী থাকি, বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ক্ষেত্রে নতুন সুর স্রষ্টা দের সংযোজন সব সময় প্রসংশনীয়, সেই জায়গা থেকেই গানটি করা । সব মিলিয়ে এখন মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায় সকলেই, আশা করি দর্শকদের ভাল লাগবে ।”
advertisement
অন্যদিকে অঙ্গনা বলেন, “অনুপম রায়ের গান, নতুন মিউজিক ভিডিও সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড! এই নিয়ে দ্বিতীয় বার অনুপম দার গানের মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পেলাম । পুরুষ কণ্ঠে গান, সাধারণত এই রকম মিউজিক ভিডিওতে অভিনেত্রীরা পারফর্ম করার সুযোগ কম পান, এই বিষয়টা আমার খুবই ইউনিক লেগেছে । রোহন সত্যিই একজন দক্ষ পরিচালক, মিউজিক ভিডিওর মধ্যে যে সল্প পরিসরে একটা সুন্দর গল্প ও তুলে ধরেছে সেটা আমার জন্য খুবই ভাল লাগার, প্রিয়াঙ্কা সৃজন পরিচালনার দায়িত্বে ছিলেন, ও আমার খুবই ভাল বন্ধু, ও যে ভাল অভিনেত্রী সকলেই সেটা জানেন, তবে এই মিউজিক ভিডিও দেখলে দর্শক এক নতুন প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে দেখতে পাবেন, যিনি সুযোগ্য পরিচালক । আমরা খুব মননশীল ভাবে গানের মধ্যেকার অনুভূতিটা ধরার চেষ্টা করেছি, দর্শক সব সময়ই অভিনেত্রী হিসেবে আমায় অনেক ভালবাসা দিয়েছেন, আশা করি এবারেও তার ব্যতিক্রম হবে না ।”
আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
মিউজিক ভিডিওর সৃজন পরিচালক প্রিয়াঙ্কা ভট্টাচার্য ভিডিওর বিষয়ে জানালেন, “স্বপ্ন কী সত্যিই মিথ্যে? আর সেই স্বপ্ন যদি হয় ভালবাসার মানুষকে ঘিরে? হাজার মানুষের ভিড়েও তার উপস্থিতি যেন মনে এক আলাদা আনন্দ দেয়। এটাই হয়ত ভালবাসা। একাকীত্বের মধ্যেও তার উপস্থিতি যেন মন ভাল করে দেয়। মনের ভিতরের কথা যেন সবই শুনতে পায় সে। মাথায় বিলি কেটে যেন শরীরের সব ক্লান্তি সরিয়ে দেয় । শত বইয়ের মাঝখানে ঠিক বইটাই খুঁজেবার করে দেয়। স্বপ্ন মিথ্যে হলেও কী ভালবাসা কখনও মিথ্যে হতে পারে? নিশ্চিতভাবেই পারে না। ভালবাসার, অনুভূতির এই আঙ্গিকই আমরা মিউজিক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি ।”