কখনও তিনি লেখেন, আমায় বিয়ে করবে? কখনও আবার যশের ছবিতে কমেন্ট করেন, তুমিই আমার সব৷ তাতে কখনও মেলে যশের রিপ্লাই, কখনও আবার চুপ করে থাকেন হিরো৷ তবে স্যান্ডি (Sandy Saha) একেবারেই নাছড়বান্দা এবং খুল্লমখুল্লাই তিনি যশের প্রতি তাঁর ভালবাসার কথা স্বীকার করেন!
advertisement
দার্জিলিং-এ শ্যুটিং-এ ব্যস্ত কলকাতার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা (Youtuber Sandy Saha)৷ ফোনে যোগাযোগ করা গেল তাঁর সঙ্গে৷ 'কেন যশের প্রতিটি ছবিতে আপনি কমেন্ট করেন?' প্রশ্ন করতেই সহজভাবেই তিনি জানালেন, 'যশকে আমি ভালবাসি৷ আমি ওকে স্বপ্নে দেখি, ওর প্রেমে দিওয়ানি!' 'তাহলে তো যশ-নুসরতকে নিয়ে যে চর্চা হচ্ছে তাতে তো আপনার মন ভেঙেছে?' 'একেদম, আমি খুব জেলাস হয়েছি৷' অকপট স্যান্ডি৷ 'তা আপনি তো লেখেন, কিন্তু রিপ্লাই পান কি?' 'কখনও কখনও৷ আমার সঙ্গে যশ দেখা করবে বলেছে৷ আমরা কফি খেতে যাব, ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দেব৷' বলছেন উচ্ছ্বসিত স্যান্ডি৷ কিছুদিন আগেই নুসরত এবং যশ নিজেদের ইনস্টা স্টোরিতে কফি শফে কফি খাওয়ার ছবি পোস্ট করেন৷ সেই নিয়ে বেশ গসিপও হয়৷ সেই কথা মনে রেখেই এমন বক্তব্য স্যান্ডির৷
Sandy Saha with Yash Dasgupta (Sandy Saha Whatsapp DP)
উল্লেখ্য স্যান্ডি সাহার হোয়াটস অ্যাপ ডিপি-তেও রয়েছে যশের সঙ্গে ছবি৷ এই ছবিটি কতদিন থাকবে? স্যান্ডি বলছেন, 'যতদিন আমার মনে থাকবে যশ৷ যতদিন না অন্য কাউকে ভালবাসতে পারছি!' তাহলে যশ কি জানেন তাঁর এমন ব্যকুল অবস্থা৷ 'হ্যাঁ, জানিয়েছি তো৷ সামনাসামনি একবারই দেখা হয়েছিল৷ একটি ছবির প্রোমোশনে৷ তবে ডেটে যাব একদিন না একদিন৷' খুবই আত্মবিশ্বাসী স্যান্ডি৷ আপাতত যশ-নুসরত সম্পর্ক নিয়ে যে চর্চা হচ্ছে, তাতে স্যান্ডি সাহাও যে নিজের জায়গা করে নিচ্ছেন, তা বলাই বাহুল্য৷