তার পরিচালনায় তৈরি হয়েছে একের পর এক কাল্ট সিনেমা কিন্তু পিছনে থাকা এই মানুষটিকে সেলুলয়েডে সেভাবে ধরা যায়নি ৷ এই অসম্ভবটিকেই সম্ভব করে শততম জন্মদিনে সত্যজিতকে রায়কে শ্রদ্ধার্ঘ, 'A Ray of Genius'. কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সত্যজিত রায়কে শ্রদ্ধা জানাতে জাতীয় পুরস্কারজয়ী অনিরুদ্ধ রায়চৌধুরী জাতীয় পুরস্কারপ্রাপক সম্পাদক অর্ঘ্যকমল মিত্র মিত্রের সহযোগিতায় তৈরি করেছেন, 'A Ray of Genius'৷
advertisement
সত্যজিৎ রায়েরই আঁকা, লেখা গল্প, সিনেমা, সুর, গান, আবহ ও ছবির মন্তাজ দিয়েই তৈরি হয়েছে 'A Ray of Genius'৷ রয়েছে সত্যজিৎ রায়ের অদেখা সমস্ত ছবি ৷ পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী জানিয়েছেন, সন্দীপ রায়ের পরামর্শ, রে সোসাইটি, স্টিল ফটোগ্রাফার নিমাই ঘোষের ছবি ব্যবহার করেই এবং সত্যজিত রায়ের সিনেমার প্রযোজকদের সঙ্গে কথা বলেই সেলুলয়েডে প্রায় সাড়ে সাত মিনিটের ক্লিপিংসে এই অসামান্য পরিচালক, লেখক, সুরকার, গীতিকার, শিল্পীকে তুলে ধরা সম্ভব হয়েছে ৷ এটির প্রযোজনায় রয়েছে ডেভলপমেন্ট অফ মিউজিয়াম এবং কালচারাল স্পেসেস এবং সংস্কৃতি মন্ত্রক ৷ 'A Ray of Genius' শতবর্ষে নতুন করে চেনাবে এক বিরল প্রতিভাসম্পন্ন শিল্পীকে ৷