আপাতত ব্যারাকপুরেই ঘাঁটি বেঁধেছেন রাজ চক্রবর্তী৷ বাংলা ছবির নামী পরিচালক এতদিন ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ৷ এবার সরাসরি তিনি দলে যোগ দিয়ে হয়েছেন প্রার্থী৷ টলিউডে যেমন তিনি জনপ্রিয়, নেতা হিসেবেও সেই ইমেজ তুলে ধরতে চাইছেন রাজ৷ লড়াই চলছে তাঁর৷ প্রতিদিন প্রচার, মিটিং, মিছিল৷
আরও পড়ুনফের বিয়ে করলেন নাকি? নতুন বউয়ের সাজে তুমুল নাচ নবনীতার
advertisement
রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা । শুরু হয়ে গিয়েছে অন্যতম হাই-ভোল্টেজ এই বিধানসভা নির্বাচন । ২ মে রয়েছে ফল ঘোষণা । সম্মুখ সমরে নেমে একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দিচ্ছে যুযধান প্রতিপক্ষরা । প্রার্থী তালিকাতেও এসেছে নানা চমক । টলিপাড়ার বহু তারকারা যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে । তার মধ্যে অনেকেই আবার বিধায়ক পদপ্রার্থী । ব্যারাকপুরের মাটি থেকে জোড়া ফুলকে জিতিয়ে আনতে মরিয়া রাজ এখন সেখানেই গাঁটি গেড়েছেন । বেশ কিছুদিন হল বাড়ি ছাড়া তিনি ।
আর এ দিকে কলকাতায় রাজ-শুভশ্রীর সংসারে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে চলেছে । ৬ মাসের ছোট্ট ইউভানকে কেন্দ্র করেই এখন রাজশ্রীর সংসার । রোজই কিছু না কিছু নতুন জিনিস শিখছে খুদে । কিন্তু সেই সমস্ত দৃশ্য থেকে এখন বঞ্চিত থাকতে হচ্ছে বাবা রাজ’কে । হাঁটতে শিখছে, শক্ত করে বসতে শিখছে ইউভান৷ মায়ের গলা শুনে তাঁর দিকে হা করে তাকিয়ে থাকার ভিডিওতে যেন মন ভরেছে বাবা রাজের৷ আর মা ধপ্পা বলতেই ধুপ করে পড়ে গেল সে৷ এই সব দেখে খুব মজা পেয়েছেন রাজ৷ তাই তো তিনি নিজে হাজারও কাজের ব্যস্ততার মধ্যে ছেলের ভিডিও শেয়ার করতে ভুলছেন না৷