TRENDING:

Swastika Dutta|| এলোমেলো চুল, চিকন উন্মুক্ত উরু, স্বচ্ছ পোশাকে বাথটবে স্বস্তিকা, সাহসী ছবিতে নেটদুনিয়ায় ঝড়

Last Updated:

Swastika Dutta Bold Look: নিজের ছক ভাঙলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এলোমেলো চুল, চিকন উন্মুক্ত উরু, স্বচ্ছ পোশাকে ছবিতে নেটদুনিয়ায় ঝড় তুললেন নায়িকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শাড়ি, শাঁখা-পলা, সিঁদুর পরা সেন বাড়ির লক্ষ্মীমন্ত বউ রাধিকা সেনকে দেখতে দেখতে চোখ সেট হয়ে গিয়েছিল মেগা সিরিয়ালের দর্শকদের। দীর্ঘ কয়েক বছর পরে নিজের সেই ছক ভাঙলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বাস্তব জীবনে তাঁকে সব ধরনের পোশাকে দেখা গেলেও, পর্দায় দেখা যায়নি। ফলে নতুন কোন রূপে তিনি ধরা দেন, তা দেখতে মুখিয়ে সকলেই।
অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
অভিনেত্রী স্বস্তিকা দত্ত।
advertisement

সম্প্রতি একটি শ্যুটের কয়েক ঝলক এবং তারই দু-একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানে কোথাও তাঁকে মেক-আপ করতে দেখা গিয়েছে, কোথাও খোলামেলা পোশাকে পোজ দিতে। তবে তিনি যে কয়েকটা ছবি শেয়ার করেছেন, তা যে শ্যুটের সামান্য ঝলকমাত্র, তা বুঝতে কারও বাকি নেই। ইতিমধ্যেই স্বস্তিকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নয়া লুকে অভিনেত্রীকে এখে মুগ্ধ নেটিজেনরা।

advertisement

১০ বছরেরও বেশি সময় স্বস্তিকা অভিনয় করছেন। ছ’টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। শেষ অভিনীত ধারাবাহিক 'কী করে বলব তোমায়'ও শেষ হচ্ছে আগামী সপ্তাহেই। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে। তারপরেই স্বস্তিকা নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন।

লম্বা চুল কেটে চোট হয়েছে, জিমে গিয়ে শরীর চর্চার কথাও জানিয়েছেন নিউজ 18 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। তবে এখনই মেগা সিরিয়ালে অভিন্য করতে রাজি নন কেকেবিটি-র রাধিকা সেন। পুজো পর্যন্ত ব্রেক নিতে চান নিজের জন্য। তারমধ্যে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ এলে অবশ্য ছাড়তে চান না। আর অবশ্যই চুটিয়ে প্রেম করবেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Swastika Dutta|| এলোমেলো চুল, চিকন উন্মুক্ত উরু, স্বচ্ছ পোশাকে বাথটবে স্বস্তিকা, সাহসী ছবিতে নেটদুনিয়ায় ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল