সম্প্রতি একটি শ্যুটের কয়েক ঝলক এবং তারই দু-একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানে কোথাও তাঁকে মেক-আপ করতে দেখা গিয়েছে, কোথাও খোলামেলা পোশাকে পোজ দিতে। তবে তিনি যে কয়েকটা ছবি শেয়ার করেছেন, তা যে শ্যুটের সামান্য ঝলকমাত্র, তা বুঝতে কারও বাকি নেই। ইতিমধ্যেই স্বস্তিকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নয়া লুকে অভিনেত্রীকে এখে মুগ্ধ নেটিজেনরা।
advertisement
১০ বছরেরও বেশি সময় স্বস্তিকা অভিনয় করছেন। ছ’টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। শেষ অভিনীত ধারাবাহিক 'কী করে বলব তোমায়'ও শেষ হচ্ছে আগামী সপ্তাহেই। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে। তারপরেই স্বস্তিকা নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন।
লম্বা চুল কেটে চোট হয়েছে, জিমে গিয়ে শরীর চর্চার কথাও জানিয়েছেন নিউজ 18 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। তবে এখনই মেগা সিরিয়ালে অভিন্য করতে রাজি নন কেকেবিটি-র রাধিকা সেন। পুজো পর্যন্ত ব্রেক নিতে চান নিজের জন্য। তারমধ্যে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ এলে অবশ্য ছাড়তে চান না। আর অবশ্যই চুটিয়ে প্রেম করবেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।