এ বার তিয়াশা’কে দেখা গেল হাই-ওয়েস্ট টোর্ন জিন্স আর ক্রপ টপে । তবে তিনি একা নন । সোশ্যাল মিডিয়ায় চলে এলেন আরও এক জনপ্রিয় টেলি-অভিনেত্রীর সঙ্গে । তিনি ‘দেশের মাটি’ (Desher Mati) ধারাবাহিকের ‘নোয়া’ অর্থাৎ শ্রুতি দাস (Shruti Das)। সম্প্রতি ভিডিওটি শেয়ার করেছেন শ্রুতি নিজেই । সঙ্গে লিখে দিয়েছেন দারুণ মজার একটি ক্যাপশন । লিখেছেন, ‘রিল ও রিয়েল কৃষ্ণকলি’ ।
গায়ের রং শ্যামলা হওয়ার কারণে অভিনেত্রী শ্রুতি দাস বারবার সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছেন । তাঁকে এই নিয়ে ট্রোলও করা হয়ে বিস্তর । এর প্রতিবাদে একাধিকবার মুখ খুলেছেন শ্রুতি । এমনকি পুলিশে অভিযোগও দায়ের করেছিলেন তিনি । কিন্তু তারপরেও অবস্থা যে খুব একটা বদলেছে, এমন নয় । একদিকে শ্যামলা মেয়ের গল্প সিরিয়ালের পর্দায় হিট হয়, কিন্তু সেই মেয়েই বাস্তবের মাটিতে অপমানের শিকার হয় । তাই হয়তো শ্যামার সঙ্গে ভিডিও শেয়ার করে, মজার ছলেই সমাজকে নীতি শিক্ষার পাঠ দিলেন শ্রুতি ।