জানা যাচ্ছে এবছর শীতকালে মুক্তি পাবে কিশমিশ। ছবির পোস্টারও নজর কেড়েছে। বলা ভালো, পোস্টার দেখেই ছবি মুক্তির জন্য দেবের অনুরাগীদের অপেক্ষা বেড়ে গিয়েছে। পোস্টারে টলিউড সুপারস্টারকে দেখা যাচ্ছে চারটি ভিন্ন লুকে। কখনো যেন চশমা পরা কলেজ ছাত্রের মতো লুক। আবার কখনো কর্মরত কোন কর্পোরেট কোম্পানির আধিকারিক এর মতো তার মেকওভার। আর তাই দর্শকদের কৌতুহল, একই ছবিতে কিভাবে চারটি ভিন্ন লুকে তাকে দেখা যাবে।
advertisement
ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্রও। রুক্মিণী কেও ছবির পোস্টারে দুটি ভিন্ন লুকে দেখা যাচ্ছে। তবে এই কৌতুহলের অবসান হবে শীতকালে ছবিটি মুক্তি পেলে। তবে ছবিতে যে নতুন চমক থাকবে তা পোস্টার দেখে আন্দাজ করা যায়। কয়েক দিন আগেই ছবির শুভ মহরৎ সম্পন্ন করেছেন টলিউড জুটি দেব ও রুক্মিণী। এই নিয়ে ষষ্ঠবার জুটি বাঁধছেন তাঁরা। ছবিতে দেব ও রুক্মিণী বাদেও অভিনয়ে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু ও কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়।