পার্থ আর সঞ্চারীর গল্প। কীভাবে ওদের মিল হল? আদৌ কী হবে শেষে ? শহরের ব্যস্ত ক্যকফনির মধ্যে এক টুকরো রোদ ঝলমলে আকাশের গল্প, মিলে যাওয়ার গল্প, ফিরে আসার কিংবা না পাওয়ার গল্পই হল দুই শালিক৷ পার্থের ভূমিকায় রজতাভ দত্ত ও সঞ্চারীর চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে৷ এছাড়াও ছবিতে অভিনয় করেছেন অভ্রজিৎ চক্রবর্তী, তপতী মুন্সি৷
advertisement
এস আর এফ টি আই-য়ের ছাত্র তমালের প্রথম ফিচার দ্য গিফট এন এফ ডি সি স্ক্রিনরাইটারের জন্য নির্বাচিত হয়। জনপ্রিয় ওয়েব সিরিজ কালী-র প্রথম সিজনের লেখক তমালের বর্তমানে কাজ করছেন অনুষ্কা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজে। তার মধ্যেই মুক্তি পেতে চলেছে দুই শালিক৷
ছবি গল্প এবং ছবির অ্যাডিশনাল ডায়লগের কাজ করেছেন অম্বরীশ মজুমদার৷ ছবির চিত্রগ্রাহক শুভদীপ দে এবং সম্পাদক সংলাপ ভৌমিক৷ ছবির সুর করেছেন অনিবার্ণ অজয় দাস৷ দুই শালিকের প্রযোজক দেবজিৎ সাহা ও অম্বরিশ মজুমদারের আইস মিডিয়া ল্যাব।