কিন্তু সেটাই তাঁর একমাত্র পরিচয় নয় ৷ স্বস্তিকা শুধু বোল্ড অভিনেত্রী, স্বাধীনচেতা, ব্যক্তিত্বময়ী একজন নারীই নন, তিনি ব্যক্তিগত জীবনে আসলে একজন সুপার মম ৷ ১৯৯৮-এ মাত্র ১৮ বছরে বিয়ে করেছিলেন স্বস্তিকা ৷ বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেন ৷ কিন্তু সেই বিয়ে সুখের হয়নি ৷ শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন স্বস্তিকা ৷ তখন একমাত্র মেয়ে অন্বেষা মাত্র দু’বছরের ৷
advertisement
বিচ্ছেদের পর একদিকে মেয়েকে বড় করে তোলা, অন্যদিকে অভিনয়ের মধ্যে বুঁদ হয়ে থাকা...অনেকগুলো বছর কেটে গিয়েছে ৷ মেয়ে অন্বেষাও এখন প্রাপ্তবয়স্ক ৷ কিন্তু মায়ের কাছে মেয়েরা কখনও বড় হয় না ৷ মেয়ের সঙ্গে খুনসুটি আর পাগলামি করেই তাই অবসর কাটান স্বস্তিকাও ৷ নায়িকার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোই তার প্রমাণ ৷
গতকাল ছিল ফাদার্স ডে ৷ বাবাদের জন্য নির্দিষ্ট এই দিনে কিন্তু মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেকেই উইশ করলেন স্বস্তিকা ৷ কারণ ছোট থেকে অন্বেষার বাবা-মা, দু’জনের ভূমিকাই তিনিই পালন করেছেন ৷ তাই আরও যে সমস্ত বাবা-মায়েরা একাই সন্তানদের মানুষ করে তোলেন নিজেদের দ্বৈত সত্ত্বা দিয়ে, তাঁদেরকে কুর্নিশ জানিয়েছেন স্বস্তিকা ৷