‘কী করে বলব তোমায়’ সিরিয়ালে বর্তমানে কালীর তান্ডব চলছে? কালী জেনেও গিয়েছে তাঁর নিয়োগ করা আর কেউ নয়, কর্ণ সেন। ফলে বাড়ির কালীপুজোয় ধামাকাদার কিছুর জন্য বিস্ফোরক প্ল্যান করছে সে। তবে কী কালীর প্ল্যানেই শেষ হয়ে যাবে সেন পরিবার? নাকি শেষটায় সেন পরিবারে বয়ে যাবে খুশির জোয়ার?
স্বস্তিকা জানাচ্ছেন, "একেবারেই খুশিতে ভরপুর শেষ এপিসোড। সামনের সপ্তাহেই সেন পরিবারে নতুন সদস্য আসবে। তাকে এবং কর্ণ-রাধিকাকে নিয়ে খুব সুন্দর একটা গান দিয়ে জার্নি শেষ হবে।" আসলে ‘কী করে বলব তোমায়’ সিরিয়ালের যিনি প্রযোজক, তিনি চাননি কোনও দুঃখজনক ঘটনা বা নেতিবাচক কোনও বার্তা দিয়ে কিছু দিয়ে সিরিয়াল শেষ হোক, কারণ সিরিয়ালের জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়েছিল, সেই জায়গা থেকেই Happy Ending।
advertisement
১০ বছরেরও বেশি সময় স্বস্তিকা অভিনয় করছেন। ছ’টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কোনও দিন স্বস্তিকা 'মা' হননি। সজা কোথায় বললে পর্দায় কখনও গর্ভধারণ করেননি। এ বারে জি বাংলার ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে অভি-র পাশাপাশি নিজের সন্তানের মা হতে চলেছেন ‘রাধিকা’। ‘কী করে বলব তোমায়’-র ১ বছর ৮ মাসের জার্নি শেষ হতে চলেছে অভিনেতা ক্রুশল আহুজা এবং অভিনেত্রী স্বস্তিকা দত্তর। ফলে মন ভারাক্রান্ত স্বস্তিকার। জানালেন, "ছ'টা মেগা করেছি। যখন যাঁদের সঙ্গে অভিনয় করি, পরিবারের মতো হয়ে যান। এখানেও ক্রুশলের সঙ্গে অনস্ক্রিন এবং অফস্ক্রিন খুব ভাল বন্ধু হয়ে গিয়েছি। পর্দায় যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুন, মানসী খুব হেল্পফুল, অনেক কথা শেয়ার করেছি ওঁর সঙ্গে। ফলে ভীষণ খারাপ লাগা কাজ করছে।"
এখন কী প্ল্যান স্বস্তিকার? জানালেন, আপাতত শ্যুট থেকে পুজো পর্যন্ত ছুটি। নিজেকে সময় দেবেন। নিজের মেকওভার করছেন। লুক নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। তবে সিরিয়ালে এখনও পর্যন্ত সাইন না করলেও ওয়েব সিরিজে অভিনয়ের ইচ্ছে রয়েছে সুযোগ পেলেই।
শুভাগতা দে