TRENDING:

সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে ! আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর !

Last Updated:

বাঙালির আরেক হার্টথ্রব, মনের মানুষ, সন্তু মুখার্জী চলে গেলেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার কলকাতায় নিজের গল্ফগ্রিনের বাড়িতে সন্ধ্যে ৭:৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। আজ রাতেই করা হবে শেষ কৃত্য।
advertisement

অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে বর্ষিয়ান অভিনেতার মৃত্যু খবর শুনে শোকাহত হয়ে লিখলেন, " বাঙালির আরেক হার্টথ্রব, মনের মানুষ, সন্তু মুখার্জী চলে গেলেন । আপনার হাসিমুখ অনেক মন খারাপ কে ভালো করে দিত সন্তু কাকু । ভালো থাকবেন ।" এই পোস্টের নীচে সকলেই শোক প্রকাশ করেছেন। অনেকেই মেনে নিতে পারছেন না অভিনেতার মৃত্যু। সন্তু মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৯ বছর। কয়েকদিন আগে অসুস্থ হন তিনি। তার আগে পর্যন্ত টলিউডে বিশেষকরে সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাঁকে। তাঁর এই চলে যাওয়াতে শোকের ছায়া নামল কলকাতায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া টলিউডে ! আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল