গতকাল, ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন৷ অতদিন তো স্বামীর পাশে থাকতেন শুভশ্রী৷ চলতে পার্টি৷ কিন্তু এখন বাবাকে ইউশ করেত তৈরি হয়েছে ইউভান৷ তাই তো বাবার জন্মদিনে তাকে হ্যাপি বার্থ ডে বলতে শেখাচ্ছেন শুভশ্রী৷ ছেলে কোলে নিয়ে, তাকে নাচিয়ে নাচিয়ে বলতে বলছেন হ্যাপি বার্থ ডে বাবা! সেই সময় ভিডিওর ওপারে রয়েছেন স্বয়ং রাজ৷ কোলে করে ছেলেকে নাচাচ্ছেন শুভশ্রী৷ একবার রাজের দিকে তাকে নিয়ে যাচ্ছেন আর একবার নিজের দিকে৷ এমন ভাবে মায়ের কোলে দেল খেতে ভারী মজা পেয়েছে ছোট্ট ইউভান৷ আর মিষ্টি মুখে খিলখিলিয়ে হাসছে সে৷ এমন ভিডিও দেখে মন ভরছে সকলের৷
advertisement
ভালোবাসার বিয়েকে সন্তান সুখে ভরিয়ে তুলতে চেয়েছিলেন তাঁরা। আর শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইউভান। বলিউডে যেমন নিজের মিষ্টতায় ছোট থেকেই জনপ্রিয় তৈমুর আলি খান। টলিউডেও ঠিক তেমনটায় আদুরে এবং জনপ্রিয় হয়ে উঠেছে রাজ-শুভশ্রীর ছোট্ট রাজপুত্তুর। ঠিক যেন পুতুল। সবে ছ মাসে পা দুল ইউভান। কয়েকদিন আগেই পালন হল তাঁর পাঁচ মাসের জন্মদিন।
ইউভানকে কখনও দেখা যায় বাবার সঙ্গে মজার করতে। আবার কখনও ঠাম্মার কোলে বসে আদর খায় সে। আর মা শুভশ্রীর তো চোখের মণি ইউভান। সন্তান জন্ম দিতে গিয়ে বেশ কিছুটা মোটাও হয়েছেন শুভ। কিন্তু তাতে কি, মেদ ঝরাতে আর কি ! সময় এলেই আবার ঝরঝরে হয়ে উঠবেন। আপাতত সন্তান আদরে ভাসছেন তিনি।