সেলেব বাবা-মায়ের সন্তান ইউভানের সেলেব মাম জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দারুণ দোস্তি (Jeet Ganguly-Yuvaan)৷ মাঝে মধ্যেই মামার সঙ্গে তাকে সময় কাটাতে দেখা যায়৷ কখনও জিৎ মামার কোলে বসে গান শোনে তো কখনও মামার কাছে নেয় বাজনার তালিম৷ এবং সেটা এই খুদে বয়সেই৷ জিৎ-ও ইউভানকে ভাগ্নে বলে আদারে ভরিয়ে দেয়৷ এবার মামার পাশে বসে ইউভান দেখল মায়ের নাচ! আর মাকে এভাবে নাচতে দেখে বেশ অবাকই হল সে৷
advertisement
২০১৪-তে মুক্তি পেয়েছিল জিৎ-শুভশ্রীর ছবি গেম (Jeet-Subhashree Bengali Film Game)৷ ছবির সুরকার ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়৷ এবং সেই ছবিরই গান বাম চিকি চিকনি চিকি (Bum Chiki Chikni Chiki)! গানটি খুবই হিট ছিল৷ এবং তার সঙ্গে অভিনেতা জিৎ-শুভশ্রীর নাচটাও ছিল খুবই পছন্দের৷
কোরিওগ্রাফার ছিলেন বাবা যাদব (Baba Yadav)৷ এবার সেই গানটি শুভশ্রীর ছোট্ট ছেলে ইউভানের সামনে চালানো হল৷ জিৎ গঙ্গোপাধ্যায় নিজের তৈরি গানটি চালিয়ে তালে তাল দিতে শুরু করলেন৷ আর পাশে বসে থাকা ইউভান বেশ অবাক হয়ে মাকে দেখতে থাকে৷ তার সঙ্গে গানটিও বেশ মন দিয়ে দেখে সে৷ এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে চুপটি করে মামার পাশে বসে শান্ত ইউভান মুগ্ধ হয়ে দেখে গেম ছবির গান! আর তার এই মিষ্টি ভিডিওটি ভাইরাল হয় নিমেষে (Yuvaan Chakraborty Viral Video)!