TRENDING:

Yuvaan Viral Video: মা নাচছেন 'বাম-চিকি', মামা জিৎ-এর কোলে বসে চোখ গোল গোল ছোট্ট ইউভানের, ভাইরাল ভিডিও

Last Updated:

মামার (Jeet Ganguly) পাশে বসে ইউভান (Yuvaan Chakraborty) দেখল মায়ের নাচ! আর মাকে এভাবে নাচতে দেখে বেশ অবাকই হল সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মা-বাবা তারকা, তবে ছোট্ট ইউভানের (Yuvaan Chakraborty) জনপ্রিয়তা নেহাত কম নয়৷ তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় (Yuvaan Viral) খুবই চর্চা হয়৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর (Subhashree Ganguly-Raj Chakraborty son Yuvaan) ছেলে ইউভানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়৷ এবারও এমনই এক ভিডিও সামনে এসেছে যেখানে তার ইন্ডাস্ট্রির মামা জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguly) পাশে বসে মায়ের নাচ দেখে চোখ গোল গোল করছে ছোট্ট ইউভান৷ আর পাশে বসে শিল্পী মা দিয়ে চলেছেন তাল! এই ভিডিও দেখে খুবি মজা পাচ্ছেন নেটাগরিকরা৷
advertisement

আরও পড়ুন Exclusive: 'আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, তবে ওর আর সন্তানের জন্য শুভেচ্ছা', নুসরত মা হওয়ার পর নিখিল যা লিখলেন...

সেলেব বাবা-মায়ের সন্তান ইউভানের সেলেব মাম জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দারুণ দোস্তি (Jeet Ganguly-Yuvaan)৷ মাঝে মধ্যেই মামার সঙ্গে তাকে সময় কাটাতে দেখা যায়৷ কখনও জিৎ মামার কোলে বসে গান শোনে তো কখনও মামার কাছে নেয় বাজনার তালিম৷ এবং সেটা এই খুদে বয়সেই৷ জিৎ-ও ইউভানকে ভাগ্নে বলে আদারে ভরিয়ে দেয়৷ এবার মামার পাশে বসে ইউভান দেখল মায়ের নাচ! আর মাকে এভাবে নাচতে দেখে বেশ অবাকই হল সে৷

advertisement

২০১৪-তে মুক্তি পেয়েছিল জিৎ-শুভশ্রীর ছবি গেম (Jeet-Subhashree Bengali Film Game)৷ ছবির সুরকার ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়৷ এবং সেই ছবিরই গান বাম চিকি চিকনি চিকি (Bum Chiki Chikni Chiki)! গানটি খুবই হিট ছিল৷ এবং তার সঙ্গে অভিনেতা জিৎ-শুভশ্রীর নাচটাও ছিল খুবই পছন্দের৷

advertisement

কোরিওগ্রাফার ছিলেন বাবা যাদব (Baba Yadav)৷ এবার সেই গানটি শুভশ্রীর ছোট্ট ছেলে ইউভানের সামনে চালানো হল৷ জিৎ গঙ্গোপাধ্যায় নিজের তৈরি গানটি চালিয়ে তালে তাল দিতে শুরু করলেন৷ আর পাশে বসে থাকা ইউভান বেশ অবাক হয়ে মাকে দেখতে থাকে৷ তার সঙ্গে গানটিও বেশ মন দিয়ে দেখে সে৷ এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে চুপটি করে মামার পাশে বসে শান্ত ইউভান মুগ্ধ হয়ে দেখে গেম ছবির গান! আর তার এই মিষ্টি ভিডিওটি ভাইরাল হয় নিমেষে (Yuvaan Chakraborty Viral Video)!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvaan Viral Video: মা নাচছেন 'বাম-চিকি', মামা জিৎ-এর কোলে বসে চোখ গোল গোল ছোট্ট ইউভানের, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল