এর আগে দুর্গাপুজোকে কেন্দ্র করে ছবির একটি গান মুক্তি পেয়েছে৷ যা মাতিয়ে দিয়েছে বাঙালি দর্শককে৷ পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে প্যান্ডেল৷ মনে লেগেছে দোলা৷ করোনার ভয় দূরে সরিয়ে এখন বাঙালি পুরোদমে পুজোর নেশায় মত্ত৷ নিউ নর্মাল পুজো নিয়ে বাড়তি বিধিনিষেধ রয়েছে৷ তবে ভার্চুয়ালি সেই মজা নিতে তো সমস্যার কিছু নেই৷ তাই তো আবির-রুক্মিণী-জিতের পুজোর গান একেবারে সুপারহিট! সুইৎজারল্যান্ড ছবির ঢাক বাজা কোমর নাচা-গানে একদিকে যেমন দেখা মিলেছে আবির-রুক্মিণীর নতুন জুটি, আবিরের 'ভাসান ডান্স', তেমনই শোনা গিয়েছে জিতের গলাও! অর্থাৎ স্যাভির কম্পোজ করা এই গানটি আকৃতি কক্কর, দেব নেগির সঙ্গে গেয়েছেন অভিনেতা জিতও৷ এই ছবির অন্যতম প্রযোজক জিৎ৷
advertisement
সুইৎজারল্যান্ড ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগেই৷ তবে লকডাউনের ফলে ছবি মুক্তির সময় পিছিয়েছে৷ আপাতত সামনে এসেছে ছবির ট্রেলার৷ যেখানে দেখা গিয়েছে মধ্যবিত্ত পরিবারের সুইৎজারল্যান্ড বেড়াতে যাওয়ার এক গল্প৷ এখানে সুইৎজারল্যান্ড যেন এক প্রতীক৷ বিশেষ করে মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন দেখা ও তা পূরণ হওয়ারই গল্প বলতে চেয়েছেন পরিচালক সৌভিক৷ বাণিজ্যিক এই ছবিতে রয়েছে সব রকম রসদ৷ গান-নাচ-অ্যাকশন-রোম্যান্সের সঙ্গে জুড়েছে বাঙালিয়ানা৷ সব মিলে আগ্রহ বাড়াচ্ছে আবির-রুক্মিণীর সুইজারল্যান্ড৷