TRENDING:

Somraj Maity: টেলিভিশনের পর এবার বড় পর্দায় মন জয় করতে আসছেন সোমরাজ মাইতি!

Last Updated:

ছবির পাশাপাশি সোমরাজের (Somraj Maity) হাতে রয়েছে একগুচ্ছ ওয়েব সিরিজও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছোটপর্দা থেকে এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা সোমরাজ মাইতি (Somraj Maity)৷ সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর (Sudeshna Roy-Abhijit Guha) জয় কালী কলকাত্তাওয়ালী-র  (Joy Kali Kolkattawali) ছবিতে দেখা যাবে তাঁকে৷ ছবির মুখ্য ভূমিকায় থাকছেন সোমরাজ৷ টেলিভিশনে জনপ্রিয় মুখ সোমরাজ (Actor Somraj) অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে৷ তাঁকে শেষ দেখা গিয়েছে জিওনকাঠি ধারাবাহিকে৷ আপাতত টেলিভিশন থেকে কিছুটা বিরতি নিয়ে বড় পর্দায় কাজ করতে চলেছেন সোমরাজ৷ সঙ্গে হাতে রয়েছে দুটি ওয়েব সিরিজও৷
সোমরাজ মাইতি
সোমরাজ মাইতি
advertisement

আরও পড়ুন Sandy Saha| Yash Dasgupta: অবশেষে ইচ্ছেপূরণ! সিঁথি রাঙিয়ে দিলেন যশ দাশগুপ্ত, সুপার ভাইরাল ভিডিও...

পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে এর আগে দুটি ওয়েব সিরিজে (Web Series) কাজ করেছেন সোমরাজ মাইতি৷ চলো লেটস লিভ এবং ফিরে দেখায় ছিলেন তিনি৷ সোমারাজের কথায়, "অভিনেতা হিসেবে বড় পর্দায় কাজ করার ইচ্ছে তো ছিলই৷ সেই সুযোগও এসে গেল৷ খুব মন দিয়ে কাজ করতে চাইছি৷ কেমন সাড়া পাই, তার দিকে নজর থাকবে৷" তাহলে কী টেলিভিশনকে একেবারে বিদায় জানালেন সোমরাজ? "একবারেই নয়৷ বিশেষ করে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে কোনও একটি মাধ্যমেই কাজ করব, সেটা সঠিক ভাবে বলা যায় না৷ তবে এটা ঠিক যে এবছর আর টিভিতে আমায় দেখা যাবে না৷ কারণ হাতে অন্যান্য কাজ রয়েছে৷ কোনও কিছুই না বলা ঠিক নয়, এই মতে আমি বিশ্বাসী৷ টিভি আমার পরিচিতি ও জনপ্রিয়তা দিয়েছে, তাই টিভিতে আর কাজ করব না, এটা বলতেই পারব না৷"

advertisement

সোমরাজ মাইতি

এর আগে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর সঙ্গে কাজ করেছেন সোমরাজ৷ তাই একপ্রকার চেনা পরিধির মধ্যেই তিনি কাজ করছেন৷ এই ছবির জন্য পরিচালকদের নির্দেশ মতো ওজনও কমাতে হচ্ছে তাঁকে৷ ছবিতে সোমরাজের পাশাপাশি রয়েছেন সোহম, পায়েল সরকার, সুস্মিতা৷ এক মন্দির থেকে চুরি যায় পুরনো কালীমূর্তি৷ যার খোঁজে নামে ৩ বন্ধু৷ তাদের সঙ্গে যোগ দেয় আরও একজন৷ শেষ পর্যন্ত কি এরা মূর্তি উদ্ধার করতে পারবে? এই নিয়েই কমেডি থ্রিলার ছবি জয় কালী কলকাত্তাওয়ালি৷

advertisement

আরও পড়ুন দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি, গ্লেনারিজে চেটেপুটে খাওয়া, গরম কফিতে চুমুক! দারুণ মেজাজে অভিনেতা সোমরাজ

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের নিমেষে উধাও সাত কুইন্টাল দই! কেজি মাত্র ১১০ টাকা,ভাইফোঁটায় উপচে পড়া ভিড় এই দোকানে
আরও দেখুন

এছাড়া সৌভিক মন্ডলের সর্ষেফুল এবং সোমজিৎ পরিচালিত সন্ধে নামার আগে ওয়েব সিরিজে দেখা যাবে সোমরাজকে৷ সঙ্গে অভিনেতার হাতে রয়েছে আরও দুটো ছবির কাজ৷ যার শ্যুটিং এবছরের মধ্যে শেষ হবে বলে জানালেন সোমরাজ মাইতি (Somraj Maity)৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Somraj Maity: টেলিভিশনের পর এবার বড় পর্দায় মন জয় করতে আসছেন সোমরাজ মাইতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল