দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি, গ্লেনারিজে চেটেপুটে খাওয়া, গরম কফিতে চুমুক! দারুণ মেজাজে অভিনেতা সোমরাজ

Last Updated:
একাই গিয়েছিলেন শহরের কোলাহল থেকে দূরে, নিজের সঙ্গে সময় কাটাতে৷
1/8
*করোনার দ্বিতীয় ঢেউ এখন কিছুটা নিয়ন্ত্রণে৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাইছে সাধারণ মানুষ৷ বাদ যাচ্ছেন না তারকারাও৷ কাজের ফাঁকে তাঁরাও বেরিয়ে পড়ছেন৷ ঠিক যেমন দার্জিলিং সফর করে ফিরলেন অভিনেতা সোমরাজ৷
*করোনার দ্বিতীয় ঢেউ এখন কিছুটা নিয়ন্ত্রণে৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাইছে সাধারণ মানুষ৷ বাদ যাচ্ছেন না তারকারাও৷ কাজের ফাঁকে তাঁরাও বেরিয়ে পড়ছেন৷ ঠিক যেমন দার্জিলিং সফর করে ফিরলেন অভিনেতা সোমরাজ৷
advertisement
2/8
*উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি৷ মোট ১০দিনের ছিল তাঁর ট্রিপ৷ ৫দিন ছিলেন দার্জিলিং-এ, ৩দিন চালসায় এবং ২ দিন কালিম্পং-এ৷
*উত্তরবঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি৷ মোট ১০দিনের ছিল তাঁর ট্রিপ৷ ৫দিন ছিলেন দার্জিলিং-এ, ৩দিন চালসায় এবং ২ দিন কালিম্পং-এ৷
advertisement
3/8
*একাই গিয়েছিলেন শহরের কোলাহল থেকে দূরে, নিজের সঙ্গে সময় কাটাতে৷
*একাই গিয়েছিলেন শহরের কোলাহল থেকে দূরে, নিজের সঙ্গে সময় কাটাতে৷
advertisement
4/8
*দার্জিলিং-এ এই সময় আবহাওয়া খুবই মনোরম৷ সঙ্গে ছিল হাল্কা বৃষ্টি৷ তাই খুব বেশি ম্যালে ঘুরতে পারেননি সোমরাজ৷ তুলতে পারেননি মনের মতো করে ছবি৷ এটাই তাঁর আফসোস৷
*দার্জিলিং-এ এই সময় আবহাওয়া খুবই মনোরম৷ সঙ্গে ছিল হাল্কা বৃষ্টি৷ তাই খুব বেশি ম্যালে ঘুরতে পারেননি সোমরাজ৷ তুলতে পারেননি মনের মতো করে ছবি৷ এটাই তাঁর আফসোস৷
advertisement
5/8
*তবে মন ভরে খেয়েছেন গ্লেনারিজের খাবার৷
*তবে মন ভরে খেয়েছেন গ্লেনারিজের খাবার৷
advertisement
6/8
*আর সঙ্গে কখনও দার্জিলিং চায়ে, তো কখনও গরম কফিতে চুমুক বসিয়েছেন মনের আনন্দে৷
*আর সঙ্গে কখনও দার্জিলিং চায়ে, তো কখনও গরম কফিতে চুমুক বসিয়েছেন মনের আনন্দে৷
advertisement
7/8
*তাঁর জনপ্রিয় ধারাবাহিক জিওন কাঠি আপাতত শেষ৷ এখন বেশ কিছু ছবি নিয়ে কথা চলছে প্রযোজক-পরিচালকদের সঙ্গে৷
*তাঁর জনপ্রিয় ধারাবাহিক জিওন কাঠি আপাতত শেষ৷ এখন বেশ কিছু ছবি নিয়ে কথা চলছে প্রযোজক-পরিচালকদের সঙ্গে৷
advertisement
8/8
*যদিও এখনও কোনওটা পাকা হয়নি৷ তার মধ্যেই ছোট করে দার্জিলিং সফর থেকে ফিরে বেশ উচ্ছ্বসিত অভিনেতা৷
*যদিও এখনও কোনওটা পাকা হয়নি৷ তার মধ্যেই ছোট করে দার্জিলিং সফর থেকে ফিরে বেশ উচ্ছ্বসিত অভিনেতা৷
advertisement
advertisement
advertisement