এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মুখ খুলেছিলেন ইমন । কারণ ইমনের ‘গুরুভাই’ হওযার কারণে অনেকেরই মনে হয়েছিল অর্ককে ইচ্ছা করেই জিতিয়ে দিয়েছেন ইমন । অর্কদীপও ফিরিয়ে দিতে চেয়েছিলেন তাঁর ট্রফি । তবে অর্কর পাশে দাঁড়িয়েছিলেন বাংলা সঙ্গীত জগতের তাবড় তাবড় ব্যক্তিত্বরা । লোপামুদ্রা থেকে রূপঙ্কর সকলেই ফেসবুক লাইভে তাঁদের বক্তব্য পেশ করেছিলেন । বেশ কিছুদিন পর সেই বিতর্ক এখন দামাচাপা পড়ে গিযেছে । কিন্তু নতুন একটি বিতর্ক এখন ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায় । যার কেন্দ্রবিন্দুতেও রয়েছেন ইমন ।
advertisement
সম্প্রতি নববর্ষের দিনেই মুক্তি পেয়েছে ইমনের গলায় নজরুল গীতি ‘সৃজন ছন্দে’, এই ভিডিওতে গানের পাশাপাশি নাচতেও দেখা গিয়েছে গায়িকাকে। কিন্তু সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে ট্রোলিং । গায়িকা কুরুচিকর মন্তব্যে বিদ্ধ করা হয়েছে । ইমনের প্রাক্তন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের নামও টেনে আনা হয়েছে । বর্তমানে টলি-নায়িকা স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম করছেন শোভন । অন্যদিকে নীলাঞ্জন ঘোষের সঙ্গে সদ্যই বিয়ে হয়ে গিয়েছে ইমনের । কিন্তু তারপরেও থামছে না নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ ।