TRENDING:

ক্রিকেটপ্রেমী মেয়ের গল্প ‘উমা’য় নতুন মুখ শিঞ্জিনী, বিপরীতে আসতে পারেন ‘কৃষ্ণকলি’র নিখিল

Last Updated:

শোনা যাচ্ছে, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক শেষ করে ‘উমা’ (Uma) তেই হিরো হিসাবে যোগ দেবেন পর্দার ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রমো দেখানো শুরু হয়ে গিয়েছে । পুজোর আগে জি-বাংলার পর্দায় আসছে আরও এক মহিলা খেলোয়াড়ের লড়াইয়ের গল্প । ‘জয়ী’ আর ‘বকুল কথা’র সাফল্যের পর এ বার পর্দায় আসছে ‘উমা’। টলি-বলি সর্বত্রই এখন মহিলা ক্রিকেটারের রমরমা । কিছু দিন আগেই সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) তাঁর ‘সাবাশ মিঠু’র খবর প্রকাশ্যে এনেছেন । মিতালি রাজের বায়োপিকে নাম ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu) ।
advertisement

আর ছোট পর্দায় ২২ গজের স্বপ্নের লড়াইয়ে ‘উমা’ (Uma) আসছে প্রযোজক, পরিচালক, কাহিনিকার সুশান্ত দাসের হাত ধরে। মুখ্য ভূমিকায় নবাগতা শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) । বেশ কিছুদিন ধরেই মডেলিং করছিলেন শিঞ্জিনী । গত লকডাউনে টলিপাড়ার বেশ কিছু ছোট পর্দার শিল্পীদের সঙ্গে একটি মিউজিক ভিডিও-ও করেছিলেন । কিন্তু ‘উমা’র অফারটা আশে একেবারে হুট করেই ।

advertisement

শিঞ্জিনী নিজেই সে কথা জানালেন নিউজ ১৮ বাংলা’কে । বছর দুয়েক আগে কলেজের প্রথম বর্ষে থাকাকালীন একটি মেকআপ স্টুডিও’র মুখ হিসাবে কাজ শুরু করেছিলেন হাওড়ার মেয়ে শিঞ্জিনী । এরপর থেকেই বিভিন্ন ছোট বড় কোম্পানি, ব্র্যান্ডের থেকে সুযোগ আসতে থাকে । এরপর একদিন জি বাংলা থেকে ফোন আসে ‘উমা’র অফার নিয়ে । এক কথায় রাজি হয়ে যান শিঞ্জিনী ।

advertisement

আর এখন তো শোনা যাচ্ছে, ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক শেষ করে ‘উমা’তেই হিরো হিসাবে যোগ দেবেন পর্দার ‘নিখিল’ ওরফে নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) । যদিও এ ব্যাপারে কোনও সদুত্তোর দিতে পারলেন না নায়িকা । তবে অস্বীকারও করলেন না । বোঝাই যাচ্ছে, রটনা পুরোটাই গুজব নয় তা হলে ।

advertisement

কিন্তু আগেও তো খেলা নির্ভর সিরিয়াল হয়েছে । শেষ পর্যন্ত সমস্ত ধারাবাহিকই সেই সাংসারের গণ্ডী আর সম্পর্কের জটিল রসায়নে হাবুডুবু খেয়েছে । ‘উমা’ তার থেকে আদালা হবে কি? শিঞ্জিনী বললেন, ‘‘এই ধারাবাহিক পুরোটাই ক্রিকেট কেন্দ্রিক । আমরা প্রত্যেকে মাঠে নেমে রীতিমতো অনুশীলন করছি । উমা এমন এক মেয়ে যে অভাবের সংসারে তাঁর সমস্ত স্বপ্নকে সিন্দুকে বন্দী করে রেখেছে । আজ গয়না বড়ি বিক্রি করে সংসার চালায় সে । কিন্তু তাঁর ভিতরের ক্রিকেটার মেয়েটা মরে যায় না । সে লড়াই করে ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের ডিজিটাল চাষি! পাখি তাড়াতে বের করলেন অভিনব কৌশল, বুদ্ধির তারিফ করছেন সবাই
আরও দেখুন

ছোট পর্দায় ‘উমা’র লড়াই শুরু হচ্ছে অগাস্ট মাস থেকে । বাস্তবের কোনও মহিলা ক্রিকেটারের জীবন থেকে অনুপ্রাণিত নয় ‘উমা’, এমনটাই জানালেন শিঞ্জিনী । এখন দেখার এক মহিলা ক্রিকেটারের সংগ্রাম, তাঁর জীবন যুদ্ধ আর লড়াইটা কতটা সফল ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হন টলিপাড়ার নতুন নায়িকা । তাঁর প্রতি রইল অফুরান শুভেচ্ছা ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্রিকেটপ্রেমী মেয়ের গল্প ‘উমা’য় নতুন মুখ শিঞ্জিনী, বিপরীতে আসতে পারেন ‘কৃষ্ণকলি’র নিখিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল