TRENDING:

জয়া আহসানের জন্মদিনে গোপন খামের ভিড়ে পরিচালক শিবপ্রসাদের গান

Last Updated:

জয়া আহসানকে (Jaya Ahsan) কাব্যিক শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর জন্মদিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : জয়া আহসানকে (Jaya Ahsan) কাব্যিক শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর জন্মদিন ৷ সেই উপলক্ষে শিবপ্রসাদ ফেসবুকে জয়ার দু’টি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘তোমার জন্মদিনে গোপন খামের ভীড়ে আমিও গাইব গান। শুভ জন্মদিন জয়া আহসান’’।
advertisement

দু’ বছর আগে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘কণ্ঠ’-তে উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন জয়া ৷ অভিনয় করেছিলেন স্পিচ থেরাপিস্ট রোমিলা মুখোপাধ্যায়ের চরিত্রে ৷ তাঁর সাবলীল অথচ মায়াময় অভিনয় এই ছবির অন্যতম উপজীব্য ৷

বাংলাদেশের বিনোদন জগতে মডেলিং দিয়ে শুরু জয়ার কেরিয়ার ৷ ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন তিনি ৷ ওপার বাংলার জনপ্রিয় এই শিল্পী ২০১৩ সালে প্রথম এপার বাংলায় অভিনয় করেন ৷ অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছিল তাঁর প্রথম টালিগঞ্জের বাংলা ছবি ৷

advertisement

এর পর তাঁর নামের পাশে একে একে যোগ হয়েছে ‘রাজকাহিনি’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’ এবং ‘রবিবার’ ৷ অরিন্দম, শিবপ্রসাদের পাশাপাশি তিনি অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বীরসা দাশগুপ্ত এবং অতনু ঘোষের পরিচালনায় ৷

সামাজিক মাধ্যমেও জয়া খুব সক্রিয় ৷ তাঁর পোস্ট মানেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ৷ একইসঙ্গে তাঁকে ট্রোলডও হতে হয়েছে বিভিন্ন কারণে ৷ কিন্তু ট্রোলিং নস্যাৎ করে বর্ণময় পোস্ট নিজের প্রোফাইল সাজিয়েছেন তিনি ৷

advertisement

দুই বাংলাতেই জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রীরর সামাজিক মাধ্যমে অসংখ্য অনুরাগী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷ জয়ার জন্মদিনে শিবপ্রসাদের পোস্টে ভাল লাগা ও ভালবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন ১২ হাজারের বেশি নেটিজেন ৷ মন্তব্য এসেছে ৫০০-র কাছাকাছি ৷ শেয়ার করা হয়েছে শতাধিক বার ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
জয়া আহসানের জন্মদিনে গোপন খামের ভিড়ে পরিচালক শিবপ্রসাদের গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল