উপস্থিত সকলে বিশেষ ভাবে কভারটি প্রকাশ করেন। পুরো প্রকল্পটি ডিজাইন করেছেন দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির সুদীপ্ত চন্দ। প্রচ্ছদ ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। সন্দীপ রায় বলেন, "এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে আমার বাবার জন্মশতবার্ষিকীর বছর এত বড়ভাবে উদযাপিত হচ্ছে। আমি থিজম গ্রুপ এবং ডাক বিভাগের প্রতি সত্যিই কৃতজ্ঞ। এটি পথের পাঁচালির জন্য একটি গর্বের মুহূর্ত। আমার বাবার তৈরি ক্লাসিক ছবিরও ৬৬ বছর পূর্ণ হওয়াকেও স্মরণ করা হলো। এইরকম গুরুত্বপূর্ণ দিনে বিশেষ কভার প্রকাশ করতে পেরে আমি খুব খুশি। "
advertisement
থিজম গ্রুপের সিডিও এবং পরিচালক ঋতম সাহা বলেন, "সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্মশতবর্ষ উপলক্ষে এই ধরনের একটি অনন্য জিনিস বিশেষ কভার উপস্থাপন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। এটি আমাদের জন্যও একটি সম্মানের মুহূর্ত। আমরা অনেক অনুষ্ঠান করেছি কিন্তু এই অনুষ্ঠান আমাদের কাছে খুব বিশেষ হয়ে থেকে যাবে। " দেবাশিস মুখোপাধ্যায় সেদিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলেছিলেন যে, কেন ২৩ সেপ্টেম্বর এই অনুষ্ঠানটি করা হলো। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন, 'আমি চিনি গো চিনি তোমারে'। এই গান সত্যজিৎ রায় চারুলতা ছবিতে ব্যবহার করেছিলেন। শুরুতে পথের পাঁচালি নিয়ে দেখানো হয় ছোট্ট একটি ভিডিও।
Arunima Dey
আরও পড়ুন -শাড়ির সঙ্গে রকমারি ব্লাউজেই বাজিমাত! পুজোয় নজর কাড়তে সাজুন এই ৮ জন টলি তারকার মতো