সন্তু মুখোপাধ্যায় শুরুর দিকে নাচ শিখেছিলেন গোপাল ভট্টাচার্যর কাছে। তাঁর নাচ দেখলে মুগ্ধ হতে হয়। তিনি খুব ভাল গানও গাইতেন। রবীন্দ্র সঙ্গীত গাইতেন তিনি। সিনেমাতেও গান গেয়েছেন তিনি। তবে টলিউডে তাঁকে প্রথম নজর করেন পরিচালক তপন সিনহা। তখন সন্তু মুখোপাধ্যায়ের বয়স মাত্র ২৪ বছর। রাজা' ছবি দিয়েই টলিউডে কাজের সুচনা। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। উত্তম কুমারের মতো অভিনেতার সঙ্গেও কাজ করেছেন তিনি। কলঙ্কিনী কঙ্কাবতী-তে উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত ছবি হাসমোনিয়াম-ও চীরকাল মনে রাখবে দর্শক। অনেকগুলো সিরিয়ালেও শেষের দিকে কাজ করেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত শেষ ছবি, 'দেবদাস, 'গোত্র' ও 'সাঁঝ বাতি'। সাঁঝবাতি' তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি। এই অভিনেতার চলে যাওয়ায় গভীর শোকের ছায়া গোটা টলিউডে।
advertisement
DEBAPRIYA DUTTA MAJUMDAR
