অভিনয়ের পাশাপাশি নাচেও আগ্রহ রয়েছে সন্দীপ্তার। প্রায়ই নাচের ভিডিও আপলোড করেন তিনি। তবে এবার একা নয়। বাবা ও মায়ের সঙ্গে নেচে একটি ভিডিও আপলোড করলেন অভিনেত্রী। ভিডিওয় দেখা যাচ্ছে খুব মজা করেই তিন জনে নাচছেন ক্যামেরার সামনে এসে। তিন জনের মুখেই হাসি। সেই ভিডিও আপলোড করে ক্যাপশনে সন্দীপ্তা লিখলেন, 'রিলস কা ফ্যামিলি প্যাক'। সকলকে রাখির শুভেচ্ছাও জানিয়েছেন সন্দীপ্তা। তাঁর এই ভি়ডিও নেটিজেনরা পছন্দও করেছেন।
advertisement
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে আরও একটি নাচের ভিডিও আপলোড করেন সন্দীপ্তা। এই মুহূর্তে বাদশার পানি পানি গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কাফতান ড্রেস পরে সন্দীপ্তাও সেই গানে নেচে ভিডিও পোস্ট করেন। গানের তালে সন্দীপ্তার নাচের বিভঙ্গে মুগ্ধ হয়েছে নেটিজেন।
প্রসঙ্গত, সন্দীপ্তা টলিউডে নায়িকা পা রাখেন ২০০৯ সালে। 'দুর্গা' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ধারাবা'দুর্গা'র পর 'টাপুর টুপুর' সিরিয়ালেও টাপুরের চরিত্রে সবার নজর কাড়েন তিনি। এর পর 'তুমি আসবে বলে' ধারাবাহিকে অভিনেতা রাহুলের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তুমুল জনপ্রিয় হয় তাঁদের জুটির অভিনয়। হিকেই সাড়া ফেলেছিলেন তিনি। সম্প্রতি অঞ্জন দত্তের ওয়েব সিরিজ মার্ডার ইন দ্য হিলস-এও দর্শক তাঁকে পছন্দ করেছেন।