২০১৪-য় ক্ষমতায় আসার আগে ও পরে মোদির মুখে, 'আচ্ছে দিন', 'নয়ি ভারত' ইত্যাদি শব্দবন্ধ বার বার শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে নতুন ভারত গড়ার কথা বলেছেন। সেই প্রসঙ্গেই এবার মোদিকে খোঁচা দিয়ে সায়নী লিখেছেন যে, জোর করে মোদির নতুন ভারত তৈরির ইচ্ছে এবার গ্রেট ইন্ডিয়ান ট্রাজেডি-তে পরিণত হচ্ছে। হতাশ ভারতীয়রা অবশেষে বুঝতে পারছেন একজন জাদুকর ও প্রবঞ্চকের মধ্যে পার্থক্য কোথায়। পাশাপাশি তিনি #TimesUpModi (সময় শেষ) লিখেছেন।
advertisement
২১ জুলাই তৃণমূল নেত্রীর সর্বভারতীয় স্তরে বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লি জয়ের পরিকল্পনায় রয়েছেন তিনি। সায়নী ২১ জুলাই একটি ভিডিওয় বলেছিলেন, "আমরা জানি এবার একটা উন্নততর লড়াই আছে, যেখানে একটি অশুভ শক্তিকে যেভাবে আমরা বাংলা থেকে বাদ দিতে পেরেছি সেই নিয়েই গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে। লড়াইটা অনেক বড়।"
এছাড়াও বিভিন্ন বিষয় যেমন উত্তরপ্রদেশে নারী সুরক্ষা, গোটা দেশে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও সায়নী একাধিকবার গেরুয়া বাহিনীকে বিদ্ধ করেছেন। প্রসঙ্গত, ভোটের আগে জোর কদমে প্রচার করেছেন সায়নী। হেরে যাওয়ার পরেও তিনি মানুষের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর পরে তাঁকে যুব তৃণমূল সভানেত্রীর পদের দায়িত্ব দেওয়া হয়েছে।