ভিডিওর মাধ্যমে ২১ জুলাইয়ের শহিদদের স্মরণ করেছেন সায়নী। তৃণমূল কংগ্রেসের কর্মী ও যুব কর্মীকে তিনি এদিন প্রণাম জানিয়ে বার্তা রাখেন। সায়নী বলছেন, "আজ ২১ জুলাই এবং এই দিনটি আমরা বিশেষ ভাবে মনে রাখি। কারণ এই দিনে ১৯৯৩ সালে আত্মত্যাগের কাহিনি লিখেছিলেন ১৩ জন বীর শহিদ, যা আগামী দিনেও আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা।"
advertisement
সায়নী এই ভিডিওয় জানান যুব তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন এলাকায় ত্রাণ দিয়ে, রক্তদান শিবির করে, অ্যাম্বুল্যান্সেপ ব্য়বস্থা করে দিয়ে, অক্সিজেন পৌঁছে দিয়ে কাজ করে চলেছে। আজকের ২১ জুলাই এ মমতার বার্তা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ মোদি বিরোধী জোটে প্রধান মুখ হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন বলে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। ২১ এই ২৪ কে টার্গেট করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।
এই প্রসঙ্গে সায়নী বলছেন, "আমরা জানি এবার একটা উন্নততর লড়াই আছে, যেখানে একটি অশুভ শক্তিকে যেভাবে আমরা বাংলা থেকে বাদ দিতে পেরেছি সেই নিয়েই গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে। লড়াইটা অনেক বড়।" আজ দুপুর ২টোর সময়ে বক্তব্য রাখহবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী জানান, তিনিও এই ভার্চুয়াল বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে রয়েছেন।