রূপা লিখলেন, "একটি বিষয় শেষ ৩-৪ দিনে ফিরে ফিরে আসছে যে, দুবেলা সিপিআইএম-কে গালি না দিয়ে জল খাইনি এবং 'ছিপিএম' এসব ইত্যাদি প্রভৃতি বলেছি। আমি কি সত্যিই এগুলো বলেছি বা করেছি? না বোধহয়। সেটা কেউ দেখাতে পারবে না। উল্টে red volunteer দের কাজের প্রশংসা করেছি। অন্যায় অভিযোগ দিনের পর দিন কেউ করলে এবার প্রতিবাদ করবো। আমি একজন সচেতন নাগরিক। চেষ্টা করি প্রতিবাদ টাও dignified ভাবে করতে।"
advertisement
সিপিএম-এর মিছিলে থাকার পর থেকেই প্রশ্ন উঠছিল, এবার কি তবে লাল শিবিরে রূপা? তাই পোস্টে রূপা লিখেছেন, "এই বক্তব্যর উদ্দেশ্য শুধু আমার নামে মিথ্যে অভিযোগের প্রতিবাদ করা। কোনো রাজনৈতিক দলে ঢোকার প্রস্তাবনা আবার ভাববেন না।"
গতকালই রূপা জানিয়েছেন, শুধু বিজেপি নয়। তিনি রাজনীতি ছাড়ছেন। সোশ্যাল মিডিয়ায় লেখেন, "রাজনীতি ছাড়লাম। কোনো দলের নেই আমি আর । মানুষের পাশে থাকবো শুধু একজন শিল্পী হিসেবে।" ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি জেতার কয়েক মাসের মধ্য়ে টলি পাড়ার বেশ কয়েকজন অভিনেতারা যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। তখন যোগ দেন রূপাও।
সম্প্রতি বিজেপি ছাড়েন তিনি। আর তার পরেই সিপিএম-এর মিছিলে হাঁটেন। এই ঘটনা দেখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, তিনি নাকি রূপাকে চিনতেনই না। তাঁর কথায়, বিজেপিতে একসঙ্গে অনেকে এসেছিলেন। কিন্তু সুবিধা করতে না পারায় চলে গিয়েছে। দিলীপের এহেন মন্তব্যের পাল্টা লম্বা পোস্ট লিখেছেন রূপা।
দিলীপকে তোপ দেগে তিনি লেখেন, "মাননীয় দিলীপ বাবু ,আপনি দিল্লিতে যখন মঞ্চে আমার গলায় উত্তরীয় পরিয়ে বিজেপিতে বরণ করেছিলেন যার ফুটেজ সব মিডিয়া হাউস বারবার দেখায় ) তখন আপনার সহজ সরল আপ্যায়নে মনে হয়েছিল আপনি আর যাই হন ভণ্ড নন।"