কিন্তু কী আছে সেই ভিডিওয়ে যে এমন ভাইরাল হল? বিজ্ঞাপনটি খুব সাধারণভাবেই তৈরি। দেখা যাচ্ছে দুটি বাচ্চা মেয়ে একই সুরে একই কথা বার বার বলে চলেছে, দামে কম, মানে ভাল...। মুখে মাস্ক পরা বালিকা দুজন কখনও চেয়ারে বসে দুলছে, আবার কখনও সোফায় উঠে লাফাচ্ছে। কিন্তু তাদের কথা বলার ধরনে কোনও পরিবর্তন নেই। আর মুখেও নেই কোনও হাসি। আর এই ভিডিও দেখেই খুব মজা পেয়েছেন নেটিজেনরা। এই বিজ্ঞাপনে নাকি অনেকেই আবার ভুতুড়ে ভাব খুঁজে পেয়েছেন। আর সেই বালিকাদের মতোই বোনকে নিয়ে ভিডিও করলেন ঋতাভরী।
advertisement
ইনস্টাগ্রাম ভিডিওয় দেখা যাচ্ছে, কখনও ঋতাভরী ও তাঁর বোন মাথা নাচাচ্ছেন, কখনও আবার লাফাচ্ছেন। কিন্তু তাঁদের মুখের অভিব্যক্তিতে কোনও পরিবর্তন নেই। আর পিছনে একনাগারে বেজে চলেছে সেই দামে কম মানে ভালো।
ঋতাভরীর এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে হেসে গড়িয়ে পড়েছে তাঁর ভক্তরা। ভিডিওটি দেখে মজা পেয়েছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্য়ায় ও অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাও । ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। একদিকে যেমন নিজের মতামত ও কাজের বিষয় সোশ্যালে তুলে ধরেন তার পাশাপাশি নিজের গ্ল্যামারাস ছবিও শেয়ার করেন তিনি। তবে এর মধ্যেই বেশ কিছু মজার ভিডিও শেয়ার করেন অভিনেত্রী যা ঝড়ের গতিতে ভাইরাল হয়।