সেই সায়নী এ বার প্রকাশ্যে আনলেন তাঁর পথপ্রদর্শকের কথা । তিনি আর কেউ নন । টলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় পরিচালক, ব্যারাকপুরের সদ্য নির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজকেই নিজের মেন্টর, গাইড, বন্ধু ও ফিলোজফার মানলেন সায়নী । সে কথা সম্প্রতি তিনি খোলসা করেন ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন । সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাজের সঙ্গে রাজনৈতিক আলাপচারিতায় মগ্ন সায়নী । কখনও তাঁকে আলিঙ্গন করছেন, কখনও বা তাঁর সঙ্গে আলোচনা করছেন অভিনেত্রী । ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয় ।
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবারই সায়নীকে নিয়ে বিতর্কে সরগরম হযে উঠেছিল সোশ্যাল মিডিয়া । Debangshu Bhattacharya Dev Fam এই নামের ফেসবুক প্রোফাইলে একটি স্টেটাসে লেখা হয়, 'আমি প্রতীজ্ঞা করছি, যেখানে বোন রয়েছে, সেখানে বাংলাকে ভাগ করতে দেব না'। এই লেখায় সায়নী ঘোষকে ট্যাগ করা হয়। এই পোস্টে সায়নী কমেন্টে লেখেন, 'এদের অবস্থা খুবই শোচনীয়। বাপ দেখেনি ছাগল, ছেলে মুরগি দেখেই পাগল কেস'। সায়নীর এই মন্তব্যের পরই বেশ কয়েকজন নেটিজেন অশালীন মন্তব্য করেন। যদিও তাঁদের মন্তব্যের পাল্টা কিছু বলেননি সায়নী।