'ইসবার ১০০ পার' (#IssBar100Paar) এই মন্তব্য করে বিজেপিকে খোঁচা দিয়েছে সায়নী। পশ্চিমবঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের প্রচারে বার বার দাবি করেছিল যে, তারা এবার ২০০ আসন পাবে। কিন্তু ফলাফলে তারা ১০০-র কাছাকাছিও পৌঁছতে পারেনি। তবে পেট্রোলের দাম ১০০ পেরিয়ে গিয়েছে। আর তাই সায়নী টুইট করে বিজেপিকে কটাক্ষ করেছে।
advertisement
ভোটের আগে বিজেপি বার বার বলেছে 'ইস বার ২০০ পার'। তাই সায়নী টুইট করেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি তাদের ২০০ আসন পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি ঠিকই। কিন্তু গোটা দেশে পেট্রোলের দামে তার #IssBar100Paar করে ফেলেছে।' পাশাপাশি সায়নী লিখেছেন, '#56inchTrouble আমার প্রিয় দেশবাসী।'
সায়নী ব্যঙ্গের সুরে বিজেপিকে তুলোধনা করেছেন এই টুইটে। অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়নী। আসানসোল দক্ষিণে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন তিনি। যদিও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে তিনি পরাজিত হন। কিন্তু পরাজিত হলেও তিনি তৃণমূলে বড় দায়িত্ব পেয়েছেন।
ভোটের আগে জোর কদমে প্রচার করেছেন সায়নী। হেরে যাওয়ার পরেও তিনি মানুষের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর পরে তাঁকে যুব তৃণমূল সভানেত্রীর পদের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব তৃণমূল সংগঠনের জন্য আরও ভালো করে কাজ করার কথা বলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত তিনি রাজনৈতিক পোস্ট নিয়ে সক্রিয় থাকেন।