TRENDING:

Nusrat Jahan : মাথায় ফুল, নাকে টানা নথ, সাবেকি সাজে হবু মা নুসরত! সাধের অনুষ্ঠান নাকি?

Last Updated:

Nusrat Jahan : শোনা যাচ্ছে, সেপ্টেম্বরেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। তাই এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : নেট-নাগরিকদের সর্বদাই কড়া নজর থাকে নুসরতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। নিরাশ করেন না নায়িকাও। প্রায়ই কিছু না কিছু পোস্ট করতে থাকেন ইস্টাগ্রাম-এ। আর তাই হবু মা, তৃণমূলের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) কোনও ছবি দিলে নিমেষেই তা ভাইরাল হয়। শুক্রবার বিকেলেও তেমনটাই হল। সাদা-কালো একটা ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে সাজতে ব্যস্ত টলিউড সুন্দরী। মাথায় দিয়েছেন ফুলের মালা। খোপা করে বাঁধা হয়েছে চুল। শাড়ি, কপালে টিপ, নাকে নথ! এক্কেবারে ট্রাডিশনাল লুকে ধরা দিয়েছেন ক্যামেরায়।
advertisement

আর তাতেই জল্পনা বেড়েছে নেটিজেনদের মধ্যে। প্রশ্ন উঠেছে কেন এত সাজুগুজু। সাধের অনুষ্ঠান হল নাকি?শোনা যাচ্ছে, সেপ্টেম্বরেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। তাই এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কথা না বললেও ক'দিন আগে তাঁকে পার্কস্ট্রিটের বৃষ্টিভেজা রাস্তায় দেখা গিয়েছে ‘বিশেষ বন্ধু’ যশ দাশগুপ্তের সঙ্গে হাত ধরে। বেবি বাম্প স্পষ্ট। প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে স্যান্ডুইচ খেতে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। আর তখনই তিনি ক্যামেরাবন্দি হন।

advertisement

অতীতকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন নুসরত জাহান। পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন প্রাক্তন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে ‘অবৈধ’। সম্প্রতি এক ফেসবুক লাইভে নুসরত জানিয়েছেন তিনি সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রেখেছেন। সময় কাটাচ্ছেন বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে আর নিজের যত্ন নিয়ে। সঙ্গে তাঁর আর যশের পোষ্য Happy-র সঙ্গেও ছবি শেয়ার করেন প্রায়ই। সবমিলিয়ে অন্তঃসত্বা নায়িকা সুন্দর করেই নিভৃতে কাটাতে চাইছেন আগামী দিনগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan : মাথায় ফুল, নাকে টানা নথ, সাবেকি সাজে হবু মা নুসরত! সাধের অনুষ্ঠান নাকি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল