আর তাতেই জল্পনা বেড়েছে নেটিজেনদের মধ্যে। প্রশ্ন উঠেছে কেন এত সাজুগুজু। সাধের অনুষ্ঠান হল নাকি?শোনা যাচ্ছে, সেপ্টেম্বরেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি। তাই এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে কথা না বললেও ক'দিন আগে তাঁকে পার্কস্ট্রিটের বৃষ্টিভেজা রাস্তায় দেখা গিয়েছে ‘বিশেষ বন্ধু’ যশ দাশগুপ্তের সঙ্গে হাত ধরে। বেবি বাম্প স্পষ্ট। প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে স্যান্ডুইচ খেতে গিয়েছিলেন এক রেস্তোরাঁয়। আর তখনই তিনি ক্যামেরাবন্দি হন।
অতীতকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন নুসরত জাহান। পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন প্রাক্তন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে ‘অবৈধ’। সম্প্রতি এক ফেসবুক লাইভে নুসরত জানিয়েছেন তিনি সমস্ত নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রেখেছেন। সময় কাটাচ্ছেন বই পড়ে, গান শুনে, সিনেমা দেখে আর নিজের যত্ন নিয়ে। সঙ্গে তাঁর আর যশের পোষ্য Happy-র সঙ্গেও ছবি শেয়ার করেন প্রায়ই। সবমিলিয়ে অন্তঃসত্বা নায়িকা সুন্দর করেই নিভৃতে কাটাতে চাইছেন আগামী দিনগুলি।