TRENDING:

Nusrat-Nikhil: 'বিয়ে হয়নি, তাই বিবাহবিচ্ছেদের প্রশ্ন নেই,' নুসরতের বক্তব্যের পাল্টা মুখ খুললেন নিখিল

Last Updated:

বুধবার যে বিবৃতি প্রকাশ করেন নুসরত (Nusrat Jahan statement), তাতে আগাগোড়া তিনি নিখিলের (Nikhil-Nusrat) প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ যদিও কোথাও নিখিলের নাম নেননি তিনি, পুরোটাই ভাববাচ্য বলা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিখিল জৈন-নুসরত জাহান (Nikhil Jain-Nusrat Jahan) সম্পর্ক নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে৷ বুধবার নিজের একটি বিবৃতি প্রকাশ করে কার্যত বোমা ফাটালেন অভিনেত্রী সাংসদ (Actress MP Nusrat Jahan) ৷ তিনি জানিয়ে দেন যে, তাঁর ও নিখিলের বিয়েটাই হয়নি (Nikhil-Nusrat Marriage) ৷ তুরস্ককে জাঁকজমক করে যে অনুষ্ঠান হয়েছিল সেটি তুরস্কের বিয়ের নিয়ম মেনে হয়৷ তার সঙ্গে ভারতীয় আইনের কোনও সম্পর্ক নেই৷ ফলে তাঁদের বিয়ে বৈধ নয়৷ এটি লিভ-ইন রিলেশন বা সহবাস বলে ব্যাখ্যা করা যায়, বলছেন নুসরত (Nusrat Live In relationship)৷ তাই এই সম্পর্কে কোনও আইনি বিচ্ছেদও প্রয়োজন নেই৷ প্রসঙ্গত কয়েক মাস আগেই নুসরতের সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়ে নিখিলের৷ একসঙ্গে থাকছিলেন না দু’জনে৷ এবং সেই সময়ই আদালতে দেওয়ানি মামলা করেন নিখিল৷ যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই নুসরতের বিবৃতি নিয়ে সেখানেই যা বক্তব্য রাখার রাখবেন বলে জানান তিনি৷
advertisement

আরও পড়ুন Nusrat Jahan: বিয়ে নয়, নিখিলের সঙ্গে লিভ-ইন করতেন, জানালেন নুসতর জাহান

এর আগেই নিখিল জানিয়েছিলেন যে, তিনি নুসরতের সঙ্গে থাকতে চান না৷ যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট (Nusrat Nikhil Annulment)  করে দু’জনে আলাদা হতে চান৷ গত বছর (২০২০) নভেম্বর থেকে আলাদা থাকছেন নিখিল-নুসরত (Nikhil-Nusrat separation) ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে বুধবার যে বিবৃতি প্রকাশ করেন নুসরত, তাতে আগাগোড়া তিনি নিখিলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ যদিও কোথাও নিখিলের নাম নেননি তিনি, পুরোটাই ভাববাচ্য বলা হয়েছে৷ সেখানে তাঁর টাকা অন্যায়ভাবে ব্যবহারের পাশাপাশি তাঁর সম্পত্তি অনৈতিকভাবে আটকে রাখার কথাও উল্লেখ করেন নুসরত জাহান৷ এবং তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে বিয়েটাই হয়নি সেখানে বিচ্ছেদের কিসের৷ একই সঙ্গে তিনি বলেন যে তিনি কোথায় যাবেন, কী করবেন সেটাও তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়, কেউ প্রশ্ন করতে পারেন না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat-Nikhil: 'বিয়ে হয়নি, তাই বিবাহবিচ্ছেদের প্রশ্ন নেই,' নুসরতের বক্তব্যের পাল্টা মুখ খুললেন নিখিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল