আরও পড়ুন Nusrat Jahan: বিয়ে নয়, নিখিলের সঙ্গে লিভ-ইন করতেন, জানালেন নুসতর জাহান
এর আগেই নিখিল জানিয়েছিলেন যে, তিনি নুসরতের সঙ্গে থাকতে চান না৷ যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট (Nusrat Nikhil Annulment) করে দু’জনে আলাদা হতে চান৷ গত বছর (২০২০) নভেম্বর থেকে আলাদা থাকছেন নিখিল-নুসরত (Nikhil-Nusrat separation) ৷
advertisement
এদিকে বুধবার যে বিবৃতি প্রকাশ করেন নুসরত, তাতে আগাগোড়া তিনি নিখিলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ যদিও কোথাও নিখিলের নাম নেননি তিনি, পুরোটাই ভাববাচ্য বলা হয়েছে৷ সেখানে তাঁর টাকা অন্যায়ভাবে ব্যবহারের পাশাপাশি তাঁর সম্পত্তি অনৈতিকভাবে আটকে রাখার কথাও উল্লেখ করেন নুসরত জাহান৷ এবং তিনি সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে বিয়েটাই হয়নি সেখানে বিচ্ছেদের কিসের৷ একই সঙ্গে তিনি বলেন যে তিনি কোথায় যাবেন, কী করবেন সেটাও তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়, কেউ প্রশ্ন করতে পারেন না৷